০২ এপ্রিল ২০২১

আফসানা সিকদার




তোমার প্রতিক্ষায় 



একটু আসতে যদি ভরা রোদ্দুরে

ভিজিয়ে নিতাম আমি তোমার সমুদ্দুরে,

উষ্ণ ঠোঁটের ছোঁয়ায় প্রেম সুধা ঢেলে

নিজেকে সপে দিতাম সবকিছু ফেলে

চলে এসো প্রাণনাথ আমারি দ্বারে

আমি যে অপেক্ষা দাঁড়িয়ে দুয়ারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much