ইতিহাস ঘেঁটে
১।।
পড়েছিলুম ইতিহাসে
বাবরের এক ভায়রা ছিল
তার বাড়িতে হাজার কুড়ি
নানা জাতের পায়রা ছিল।
উঠোন জুড়ে তাদের জন্য
তিন শতাধিক গামলা ছিল
সন্ধে-সকাল এই কাজে আর
সুটেড-বুটেড আমলা ছিল।
২।।
মধ্যযুগে আরেক রাজার
মস্ত বড়ো বাজার ছিল
সেই বাজারে গরু কিনলে
ছাগলছানা ফ্রিতে ছিল।
অবাক হবার কিচ্ছুটি নেই
এসব কিন্তু সত্যি ছিল
রাজা-রানির খাসমহলে
খুন্তি-হাতার ব্যবসা ছিল।
৩।।
ঘাঁটলে পাতা ইতিহাসের
মশলা চিকেন কারি ছিল
এখন যা যা ঘটছে দেখি
তার চেয়ে বরং বেশি-ই ছিল।
যেমন বলি, এই খবরটি--
ঘনঘটায় জমাট ছিল
শেরশাহের এক পুত্র না কি
বলিউডের বাদশা ছিল।