২৫ নভেম্বর ২০২০

দেবব্রত সরকার এর রম্যরচনা না হেসে থামা য়ায় না



বিজ্ঞাপন 

আমার বিয়ের জন্য মা একটা ভালো মেয়ের সমন্ধ খুঁজছেন ! 

সে ঘরোয়া হবে আত্মীয় পরিজনের মাঝে নক্ষত্র হবে , জলের মধ্যে মাছ হবে , ডাঙায় মানুষ হবে 

আর রূপের কাছে আস্ত এক মানবিক ! খুঁজতে খুঁজতে মা এখন ক্লান্ত ! যেখানেই যায় ডাঙায় মানুষ পায় কিন্তু তার রাইফেলধারী আছে !

জলে মাছ হতে পারে কিন্তু সমস্ত জলই খেয়ে নেয় ! রূপ আছে তাও সোস্যাল মিডিয়ায় বিক্রি করে ! এ সমস্ত দেখতে দেখতে মা আমার ক্লান্ত ! মেয়ের পরিবার চান সরকারি অফিসার ,নয় তো ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা প্রফেসর আরও অনেক কিছু ! কিন্তু এগুলির একটিও নয় ! কবিতা গল্প উপন্যাস লিখতে গিয়ে কাঁটার খোঁচা খেতে খেতে এখন কোণঠাসা ! মেয়ের বাবা শুনলেই বলে আস্ত পাগলের সাথে বিয়ে দেব না ! জেনে শুনে বিষ পান কেই বা করবেন বলুনতো ? তাই আর সমন্দ টমন্দ এখন বলহরি হরি বল্ ! মা - বাবা অসুস্থ , আর আমিও বেকার , হ্যাঁ ঠেলে গুজে এমএ পড়া ! বেসরকারী ভালো মাইনের চাকর ছিলুম বটে কিন্তু মালিক পক্ষকে মেনে নিতে পারিনি ! ছেড়ে ছুঁড়ে ওই কবিতা গল্প উপন্যাস ! তাঁতীর তাঁত বোনার মতই আর কি ! শিল্পী বটে দাম নেই ! মহাজন কিনে নিয়ে গিয়ে চড়া দামে শোরুম করে বিক্রি করেন ! বেশ মজাও হয় ! তাঁতির আত্মীয় পরিজন কিনে এনে পড়েন ! তাঁতির ভালই লাগে ! লাভ সে না হলো তো আর কি ! নিজেরই তো লোক পড়ছে ! লেখা গুলিও তাঁতির পর্যায় ! 

তাহলে কোন মানুষ এই ভুল কাজ করবে বলুনতো ! বেকার ছেলেকে সকার করতে কোনদিন শোনা গেছে যে মেয়ের বাবা ব্যবসা কিংবা ড্যাশ ড্যাশ করে দিয়ে ছেন ! কিন্তু সে চাকুরীজীবী হলেই মুখে বলতেই হয় না ! কোথা থেকে লক্ষ লক্ষ টাকা দিয়ে মেয়ে বিদায় হয় ! মেয়েরও গর্ব হয় ! কথায় আছে জলেই জল দাঁড়ায় ! কিন্তু ছয়-মাস , দুঃ বছর যেতে না যেতেই তার মধ্যেই মেয়ে আবার বাপের ঘরে ! এ দৃশ্য ভালো লাগে না ! কিন্তু সকলের কাছে ভারি মজার ! 

এ জগত প্রকৃতির নয় ! না হলে মেয়ে ছেলের পছন্দে বিয়ে হয় না ! পছন্দ করেই তো কত্তো পশু ....! অক থু ! পশুদের সঙ্গে মানুষের তুলনা ! কেনো তুলনা নয় শুনি ! ট্রামে বাসে ট্রেনে রাস্তা-ঘাটে সব জায়গায় পশু রা তো আর রড কারবার করে না ! মানুষে করে ! তাই পশু প্রকৃতির দান ! তাহলে মানুষ নামক জন্তুটি কিসের দান ! এ বড়ই বিস্ময় ! যত ঘাঁটব তত্ ঘাঁটবে ! যত বলবো তত্ শুনবে ! যতো লিখবো তত্ পড়বে ! এদের নিয়েও ভারি বিপদ ! আর পদে পদে বিপদ তৈরি করতেও ছাড়বে না ! যাইহোক যা নিয়ে ছিলাম তা হলো আমার বিয়ে ! আমার 

আত্মীয় পরিজন পিছু হটেছে ! মা এবং বাবা ক্লান্ত ! বাপের একটিই ছেলে একটু আধটু জমি ফমি আছে আর কি ! মেয়ে অন্ন পাবে গলা পর্যন্ত ! বস্ত্র পাবে নখ পর্যন্ত ! গহনাও পাবে গা ভর্তি ! তবে অভাবটা কি ? ওই যে ছেলে লেখে টেকে আর কি ! বড্ডো বাজে কাজ ! মেয়ের বাবা বড়াই করে বলতে পারবেন না আমার জামায় ডাক্তার /ইঞ্জিনিয়ার /সরকারি চাকুরীজীবী ড্যাশ ড্যাশ ড্যাশ! তাই আমার কিচ্ছুই নেই আছে পেন আর সাদা কাগজ ! মেয়ে ভরসা করে আসতে পারলে আসবে নইয়লে আসবেন না ! 

তাই আমিও একটি ভালো মেয়ের সন্ধান করছিলাম ! দাবি হীন মেয়ে  ! সে আমাকে কিচ্ছুই চাইবেনা -সিঁদুর , পোশাক-আশাক  ,কাঁথা , খাদ্য , বাসস্থান ,শিক্ষা , চিকিত্সা , এমন কি সিকিউরিটি !

শুধু চাইবে একটুকরো মানুষ !

৪টি মন্তব্য:

thank you so much