উজবুকের রবিবার
আজ রবিবার।
কত রবিবার হয়েছে গত,
কত রবিবার আসবে আবার
সে এমন কী আর!
রবিবার গুলো আজ যাচ্ছেতাই।
এমনি কোন এক রবিবারে
বর্ষা ছিল,
সেই বর্ষাকে ছুতো করে
জলে যেন না ভিজে শরীর
সে অধম সাহসে
গিয়েছি তোমার বাড়ি।
তুমি ইউনিফর্ম পরে বসে আছো জানালার ধারে,
বৃষ্টি সারলে পরে বেরুবে স্কুলের পথে।
সহসা আমাকে দেখে
চমকে উঠলে তুমি
যেন সর্বনাশ হয়ে গেছে আজ!
বললে,"এত্তো সাহস?"
তোমার মামনি এসে বলল,
"এরকম ভিজেছো বাবা!
মাথা মুছে নাও,
তোমরা যা এলোমেলো। "
মায়ের কথায় --
তুমি হয়ে উঠলে নারী
তাওয়েলের বদলে,
ওড়নাতেই মুছে দিলে মাথা।
চোখে চোখ রেখে লজ্জায় লাল তুমি বললে,"উজবুক!
বৃষ্টিতে ভিজা তোমার ছুতো। "
তারপর আচমকায়একটা চুমু।
ধরার আগেই পালিয়ে ছিলে সেদিন
ভেবেছিলাম মাঘ যদি আসে-
রবিবার আসবেনা?
তারপর, প্রেম আরও পবিত্র হলো,
আরও আরও এলোমেলো হলাম,
কেন জানি-
সেরকম রবিবার আর এলো না।
তোমরা হঠাৎ চলে গেলে অষ্ট্রেলিয়ায়,
ফিরলে না আর।
তারপর কত কত রবিবার
এলো গেলো,
বৃষ্টিও এসেছে
কখনো কখনো বার মিলিয়ে।
তবুও, তোমার বিয়ের খবর এল,
তোমার বিখ্যাত হবার খবর,
দেশে বিদেশে ঘুরে বেড়াবার খবর,
এখন নাকি তোমার দেশ ও বিদেশ
ঘর আর আঙিনা।
আজ তুমি ঢাকায় আসছো,
আজও রবিবার,
কত কত রবিবার আসে-
কেন যেন সেই রবিবার
কিছুতেই আর আসে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much