প্রবন্ধ
মানবিকতায় বোধ
মোঃ হাবিবুর রহমান
নিজে ভুল ক'রেও অনেক সময় অন্যের প্রতি অভিমান জন্মাতে পারে। বেশীর ভাগ ক্ষেত্রে এই অভিমানটি কিন্তু সময়ের পরিক্রমায় দৃশ্যমান হবার আগেই শূন্যে মিলিয়ে যায়।
যাদের পঞ্চইন্দ্রিয় খুবই তীক্ষ্ণ এবং পাশাপাশি যাদের মন বেশ উদার প্রকৃতির তাদের এই বোধগম্যতা তথা চেতনাবোধটি বেশ আগেভাগেই ভুল করার সাথে সাথেই জন্মে থাকে।
বিবেকটি যাদের সদা জাগ্রত আর অন্যায় বোধটি যাদের তড়িৎ গতির মত ক্রিয়াশীল হয়ে থাকে, সমাজে এই সমস্ত মানুষেরা নিজের ভুল সহজেই বুঝতে পেরে অনুশোচনা ক'রতে থাকে।
আর এই বোধটি থেকে তাদের অকস্মাৎ ও অনাকাঙ্খিত অশান্তি থেকে দ্রুতই মুক্ত হবার অভিপ্রায় জাগে আর পাশাপাশি সদা এই ভুলটির জন্য তারা নিজেই নিজের প্রতি ধিক্কার জানাতে থাকে।
আমি মনে করি সমাজে এহেন উন্নত মন মানসিকতার মানুষেরাই প্রকৃত ভাল ও উত্তম মানুষ।
মানুষ তো ভুল ক'রবেই তবে কত দ্রুততার সাথে সে নিজেকে শুধরানোর চেষ্টা ক'রবে সে বিষয়টি স্বয়ং সৃষ্টিকর্তা, মহন রাব্বুল আলামীন, আল্লাহতা'য়ালা যেমনটি পছন্দ করেন তেমনি এই জগতের ভাল মনের মানব মানবীরাও বোধ করি একদম এর ব্যতিক্রম নয়।