পোস্টগুলি

জুন ৭, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মোঃ হাবিবুর রহমান এর প্রবন্ধ মানবিকতায়  বোধ"

ছবি
প্রবন্ধ মানবিকতায়  বোধ মোঃ হাবিবুর রহমান   নি‌জে ভুল ক‌'রেও অ‌নেক সময় অ‌ন্যের প্র‌তি অ‌ভিমান জন্মা‌তে পা‌রে। বেশীর ভাগ ক্ষে‌ত্রে এই অ‌ভিমানটি কিন্তু সম‌য়ের প‌রিক্রমায় দৃশ্যমান হবার আ‌গেই শূ‌ন্যে মি‌লি‌য়ে যায়।     যা‌দের পঞ্চই‌ন্দ্রিয় খুবই তীক্ষ্ণ এবং পাশাপা‌শি যা‌দের মন‌‌ বেশ উদার প্রকৃ‌তির তা‌দের এই বোধগম্যতা তথা চেতনা‌বোধ‌টি বেশ আ‌গেভা‌‌গেই ভুল করার সা‌থে সা‌থেই জন্মে থা‌কে। ‌ বি‌বেকটি যা‌দের সদা জাগ্রত আর অন্যায় বোধ‌টি যা‌দের ত‌ড়িৎ গ‌তি‌র মত ক্রিয়াশীল হয়ে থা‌কে, সমা‌জে এই সমস্ত মানু‌ষেরা নি‌জের ভুল‌ সহ‌জেই বুঝ‌তে পে‌রে অনু‌শোচনা ক'র‌তে থা‌কে।  আর এই বোধ‌টি থে‌কে তাদের অকস্মাৎ ও অনাকা‌ঙ্খিত অশা‌ন্তি‌ থে‌কে দ্রুতই ম‌ুক্ত হবার অ‌ভিপ্রায় জা‌গে আর পাশাপা‌শি সদা এই ভু‌লটির জন্য তারা নিজেই‌ নি‌জের প্র‌তি ধিক্কার জানা‌তে থা‌কে।  আমি ম‌নে ক‌রি সমা‌জে এ‌হেন উন্নত মন মান‌সিকতার মানু‌ষেরাই প্রকৃত ভাল ও উত্তম মানুষ।  মানুষ তো ভুল ক'র‌বেই ত‌বে কত দ্রুততার সা‌থে সে নি‌জে‌কে শুধরা‌নোর চেষ্টা ক'র‌বে সে বিষয়‌টি স্বয়ং সৃ‌ষ্টিকর্তা, মহন রাব্বুল আলামীন, আল্লাহতা'য়ালা যেমনটি পছ

Nvg

LOVE

কবি অনুপ রায় এর কবিতা "মনের বাসনা

ছবি
মনের বাসনা অনুপ রায়,  আমি খুজেছি যাহারে ! আমার আপনার চেয়ে  আপন সে জন ! খুজি তারে আমি আপনার মাঝে!  আমার মনের তৃষ্ণিত আকাশে,  চাতক সমো আকুলও পিয়াশে!  আমার মনের পিয়ালও তমালে,  দেখি তারে ভোরের ও আকাশে!  রবির ও বেশে ! আমারই রচিত কাননে বসিয়া ! পরানও প্রিয়া মালিকা গাথিয়া,  পরাবে মোর গলে  ! আমি শুনি যেন তার চরনের ধনী,  আমারই পিয়াশী বাসনায় ! আমার মনের গহনে আমি তারে  খুজেছি বারে বার...!

কবি মহিউদ্দিন আহমেদ এর কবিতা "মানিক বন্দোপাধ্যায়"

ছবি
মানিক বন্দোপাধ্যায় ( চতুর্দশপদী) মহিউদ্দিন আহমেদ   তোমার প্রতি ডাল পাতা রন্দ্রে মূর্ত মাটির ঘ্রাণ, ধরিত্রীর বুকে কি অভূতপূর্ব এক বৃক্ষ তুমি ! জীবনের বালুচর ভরিয়ে আনো পদ্মার বাণ, স্বপ্ন তরীতে আঁকো জীবন-কাব্য ধন্য জন্মভুমি। কি করে বেঁধে ফেলো ক্ষুধা ক্লিষ্ট দারিদ্র্য চিত্রকথা ? নিকষ আঁধারে পথ দেখিয়ে আদিম রত্ন ধন, বুকের গভীরে অনিন্দ্য কাব্যিক  আপামর-ব্যথা, অবাক নয়নে পাপড়ি মেলে জনতা জনার্দন। স্বপ্নের বীজ বুনে চলো খুঁজে নিয়ে নির্জন দ্বীপ, ধূলিমাখা জীবনে গেঁথে অবিনাশী পদ্যের ঘ্রাণ, কূয়াশা-পর্দা ঠেলে প্রকৃতি ভালে দিয়ে লাল টিপ, পথহারা নদীতে জেগে উঠে দুর্বার কলতান । মশালে তোমার দেখে পথ বিভ্রান্ত সব পথিক, দুর্দান্ত বাতিঘর তুমি আঁধার জগৎ-মানিক ।