সোমাশ্রী সাহা
এই নির্জন রাতে ভেসে আসে কবিতারা
যেন ভেসে আসায় কত সুখ
আমিও কী ক্রমশ ডুবে যাই নীরবে
তারপর শুরু হয় , সোনালী দিনের ব্যস্ত উৎসব
আমিও ভিড়ে যায় সেই ভিড়ে ---
এই তো দ্যাখো , আমিও নিস্তেজ নই এখন
ছুটছি এদিকে , ওদিকে , আর
ভেঙে ফেলছি একটি একটি দেয়াল ...
এই মুহূর্তেই খুঁজে পেতে হবে তাঁকে
যে হারিয়ে গিয়েছে , সূর্যাস্তের আগে