পাকদণ্ডী
তোমার হৃদয়ের পাকদণ্ডী বেয়ে সেই কবে
থেকে, উঠছি তো উঠছিই। এই ওঠার কি
কোনও শেষ নেই? না কি বারবার পড়ে
গিয়ে আবারও উঠি? শুধু উঠছি এটুকুই
মনে থাকে। ওঠার আগে পিছের সব স্মৃতি
যে বিস্মৃতির অতলে হারিয়ে যায় বারবার।
প্রতিবার উঠতে থাকা যেন এক একটি
নতুন পৃথিবীর সূচনা। মহা বিস্ফোরণের
পর যেভাবে নতুন পৃথিবীর সূচনা হয় ঠিক
সেভাবেই তোমার দিকে যাওয়ার পথটাও
একটু একটু করে প্রশস্ত হয়। হয়তোবা-
কোনদিন ঠিক পোঁছে যাব তোমার কাছে,
তখন আর পথের কোন কষ্টই আমার মনে
থাকবে না। তখন তুমি আর আমি মিলে
নতুন পৃথিবীর সূচনা করব। যে পৃথিবীতে
শুধু প্রেম ছাড়া আর কিছুই থাকবে না।