ভালোবাসা
ভালোবাসা - তাকে কি দেখেছো কখনো ! সে কেমন হয় গো , তার স্পর্শ পেয়েছো কি? জীবন জুড়ে শুধু অবহেলার চোরাবালি, যেখানে শুধু তলিয়ে গেছি আমি।
ভালবাসাকে শুধু দূর থেকে দেখেছি,
দূর থেকেই সে দিয়ে গেছে হাতছানি
যখন কৃষ্ণচূড়ার বুকে, লাল আবিরের দল খেলে,
আমি তখন বিষাদ মনে শূন্য পথ পানে চেয়ে থাকি, সে আসবে ভেবে।
মনের ঘরে জীবন প্রদীপ খানি জ্বালিয়ে রাখি।
তুমি আসবে বলে, কামিনীর সাজে সেজে,
আশার প্রদীপ জ্বালিয়ে হাত
নিজের প্রাণের মাঝে।
কবে আসবে তুমি,
সম্মুখের পথে
দীপ্ত শিখাটি নিয়ে আছি
তোমার পথপানে চেয়ে পুড়বে বলে রয়েছে আশায়
আমার নিরব হিয়া।
কবে পাবো তোমার ভালোবাসার
ছোঁয়া।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much