কবি
ওহে কবি তুমি রবি তুমি কখনো চাঁদের জোছনা
তুমি প্রেম তুমি বিদ্রোহ
তুমি নদী আটকে দেওয়া বালুচরের অটল মোহনা
ওহে কবি তুমি জ্বলন্ত অগ্নির জ্বলন্তঅক্ষর,
মনের জ্বলন্তভাষা।
ওহে কবি তুমি শীতল প্রেমের রাজপুরুষ
তুমি মিঠা, ঝাল কিছু তামাশা।
ওহে কবি তুমি পাতালপুরীর রূপকথা
আবার,
তুমিই বিধবার সাদা বসনা।
ওহে কবি তুমি অনাহারক্লিষ্ট মায়ের করুণ চোখের যাতনা
ওহে কবি তুমি ক্ষুধার্ত দেব-শিশুর
ভাবলেশহীন ভাষা বোঝা এক সাধনা
ওহে কবি তোমার কবিত্বশক্তি যেন কখনওই
কলম চালাতে থামেনা।
ওহে কবি তুমি রবি
তোমার আলো যেন কভু নিভে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much