২৭ জানুয়ারী ২০২১

সালমা খান




মায়া ঘোর 



স্মৃতি গুলো খন্ড খন্ড করে জোড়া

দেই রোজ আমি 

অংক কষে গণনা করি সমগ্র  জায়গায়  তুমি ।

আয়ত্ত করবো বলে, আর্তস্বরে ডাকি বহুবার

দূর থেকে সাড়া দেয়  অতীন্দ্রিয়  কে এক আঁধার ,

তোমাকে যতই  বাঁধি বাহুডোরে

হাত ফসকে  চলে যাও অনেক  দূরে।

যতই  তোমাকে মেলাতে  যাই অমৃতে গন্ধ গরলে ,

হয় না সব, ভেসে যায়  অন্ধ জলে।

যখনি তোমার চোখে চোখ  রাখি

আদ্যপ্রান্ত  আমুল ট্র্যাজেডি 

হাসে  নির্মম  নিয়তি।

যতই আমি মায়ার ঘোরে হাঁটি

অবচেতনের গহীনে দেখি 

আকাশ জুড়ে  অজস্র তারবাতি,

ছুঁয়ে  দিতেই হোঁচট  খেয়ে পড়ি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much