পোস্টগুলি

সেপ্টেম্বর ২৮, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মোঃহা‌বিবুর রহমান এ‌র লেখা "সহধ‌র্মিণীর হুঁ‌শিয়ারী বার্তা"৯

ছবি
ঘরের ভিতর থেকে কবি ধরেছেন দৃশ্যকথা গদ্যের ভাষায় ধারাবাহিক ভাবেই প্রকাশিত হয়ে চলেছে তাঁর  অসাধারন  সৃষ্টি।  লিখতে সহোযোগিতা করুন  লাইক ও কমেন্ট করে । পত্রিকার পক্ষ থেকে সকল পাঠক পাঠিকা লেখক লেখিকা সকলের জন্য রইলো অনন্ত শুভেচ্ছা সহধ‌র্মিণীর হুঁ‌শিয়ারী বার্তা                                                                                 ( ৯ ম পর্ব)                                               স্বা মী ও স্ত্রী দু‌টি ‌বিপরীত লি‌ঙ্গের মানু‌ষ যারা আলাদা আলাদা সামা‌জিক প‌রি‌বেশ ‌থে‌কে এ‌সে‌ ঘর বাঁ‌ধে এবং যা‌দের পা‌রিবা‌রিক পটভূ‌মিও ভিন্ন থা‌কে। বলা বাহুল‌্য যে, স্বামী স্ত্রী উভয়ই মানুষ হ‌লেও সৃ‌ষ্টিকর্তা দু‌টি পৃথক লি‌ঙ্গের অ‌ধিকারী ক‌রে তা‌দেরকে সৃ‌ষ্টি ক‌রে‌ছেন। তাই তা‌দের উভ‌য়ের ম‌ধ্যে শারী‌রিক গঠনের ভিন্নতা ছাড়াও চিন্তা‌ চেতনার ম‌ধ্যেও ভিন্নতা থাকাটা খুবই স্বাভা‌বিক ও যু‌ক্তিসঙ্গত।  বিবাহ নামক ধর্মীয় চু‌ক্তির মাধ‌্যমে এক‌জন মানব ও অপর এক মানবী আজন্ম একসা‌থে ঘরসংসার ক‌রে একসময় এ দু‌নিয়া থে‌কে চিরবিদায় নি‌য়ে পরকা‌লের অজানা ও অ‌চেনা এক জগ‌তে তা‌দের‌কে পা‌ড়ি জমা‌তে হ‌লে উভ‌য়ের ম‌ধ্যে পরস্পর

জাফর রেজা'র ছোট গল্প "ক্ষণিক বসন্ত " ৪

ছবি
স্বমহিমায় লিখে চলেছেন নতুন ধারাবাহিক লেখক জাফর রেজার  ছোট গল্প  " ক্ষণিক বসন্ত  "  মতামত দিন  আপনাদের  একটি  কমেন্ট লেখকের ১০০ লেখার  সমান মূল্যবান।                     ক্ষণিক বসন্ত                                                                                  ৪ র্থ পর্ব                                      কি ছু ফল আর কি কি জানিনা এনে টেবিলে রাখল। আমার পাশে বসে বলল আমি বিকাল পর্যন্ত আছি, এখন কিছু খাবেন তারপর কোন কথা নয় শান্ত ছেলের মত ঘুম। বললাম আপনি কি করবেন, বললো আমার অনেক কাজ আছে, কি কাজ জানতে চাইলে বললোএমন মানুযের পাল্লায়ই পরেছি যে অপরের জন্য কাজ তৈরি করে রাখে। বুলা এত জঞ্জাল আপনি একা পরিস্কার করতে পারবেন না, আমি কালকের মধ্যে সুস্থ হয়ে যাব, তারপর একসাথে মিলে সব গুছিয়ে নেব। বুলা কিছু না বলে রান্না ঘরে গিয়ে আপেল আংগুর নিয়ে আমার পাশে বসল। সব গুলো খেতে হবে। খেতে ইচ্ছা করছিলনা তবুও যতটা পারলাম খেলাম। কপালে হাত দিয়ে বলল আমি হাত বুলিয়ে দিচ্ছি এবার ঘুমান। এমনেতেই আমার খুব দুর্বল  লাগছিল,  কখন ঘুমিয়ে পরেছি জানিনা।  লম্বা ঘুম দিয়ে উঠলাম।  এটা কি আমার ঘর, এই দেশে এতো পরিপাটি সাজা

রাবেয়া পারভীন এর ধারাবাহিক ছোট গল্প "কালো ক্যনভাস" ২

ছবি
  নতুন  ধারাবাহিক " ক্যানভাস  " লেখাটি পড়ুন এবং অন্যদের  পড়তে সহযোগিতা করুন   লেখককের মনের অন্দরমহলে জমে থাকা শব্দগুচ্ছ একত্রিত হয়েই জন্ম এই লেখার  আপনাদের মূল্যবান কমেন্টে লেখককে  লিখতে সহযোগিতা করবে।      কালো ক্যানভাস                                                     ( ২ ম পর্ব)                                            নী লার দিকে তাকিয়ে মন ভরে গেল জালাল সাহেবের। বিগত দিনগুলিতে  কত কষ্টই না করেছে মেয়েটা। সব বাঁধা বিপত্তি পেরিয়ে এই পর্যন্ত যে আসতে পেরেছে সে জন্য  তিনি  মনে মনে আল্লার কাছে শুকরিয়া জানালেন। - কৈ আব্বু  তুমি তো বল্লেনা  আমাকে কেমন লাগছে ?   হেসে মেয়ের দিকে তাকালেন  জালাল সাহেব -খুব সুন্দর লাগছে,  আমার মা বলে কথা । আমার মা পৃথীবির সেরা সুন্দরী। - আব্বু !  বাড়িয়ে বলছো কেন ? -দুর কেন বাড়িয়ে বলব, যা সত্যি  তাই বলেছি। বাবা মেয়ে দুজলেই  হো হো করে হেসে উঠল। মেয়েকে কলেজ গেটে নামিয়ে দিয়ে  জালাল সাহেব  চলে গেলেন।  নীলা এসে অধ্যক্ষের  রুমে ঢুকল -আসবো স্যার।?   -আসুন নীলা ।  বসুন।  সালাম দিয়ে  অধ্যক্ষের  সামনে  বসলো নীলা। কুশল  বিনিময়ের পর  অধ্যক্ষ  নীলাকে সাথে নিয়ে 

মমতা রায়চৌধুরী'র ধারাবাহিক উপন্যাস "টানাপোড়েন"১৪

ছবি
এ কান্ত মনেই লিখে চলেছেন লেখক ।  তার নিত্যদিনের  আসা  যাওয়া ঘটনার কিছু স্মৃতি কিছু কল্পনার মোচড়ে লিখছেন ধারাবাহিক উপন্যাস " টানাপোড়েন " ।                                                 টানাপোড়েন ( ১৪ )                                                                       দংশন                                     সা রা রাত রেখা দু 'চোখের পাতা এক করতে পারে নি। এরইমধ্যে ফোনটা বেজে চলেছে। রেখা ক্লান্ত শরীর ,তন্দ্রাচ্ছন্ন চোখে ফোনটা কোনরকমে ধরল এবং বলল'হ্যালো'। ওপার থেকে সোমদত্তার কন্ঠে ভেসে এলো'দিদি, পার্থকে হসপিটালে নিয়ে যাচ্ছি । কেন কি হয়েছে ওর? হ্যালো হ্যালো।  ফোনটা কেটে দিলো ?' এবার রেখা কি করবে? এ দিকে মনোজও ‌ বাড়িতে নেই ।সঙ্গে সঙ্গে মনস্থ করলো , মনোজকে ফোন করবে। ভেবে রিং করল।ফোনটা ওপার থেকে রিসিভ করে বলল ' হ্যালো কি হয়েছে বল?' রেখা বলল  'কি করে জানলে কি হয়েছে? মনোজ বলল  'এত সকালে তো তুমি ফোন করবে না তোমার তো কাজে থাকার কথা।' রেখা বলল ' ঠিকই ধরেছো পার্থকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ।এখন আমার কি করা উচিত ।এখন এই মুহূর্তে আ

ফাহমিদা ইয়াসমিন। ( ইংল্যান্ড )

ছবি
আত্মমগ্ন এখন আমি শান্ত মনে বসে থাকি মনের সাথে মন মিলিয়ে কথা বলি একলা হয়ে পথের দিকে চেয়ে থাকি এখন আমি খুব গোপনে একা চলি। এখন আমার চাওয়ার খাতা শূন্য প্রায় পাওয়ার হিসেব আর কষি না  বরং ভাবি এই জীবনের কি আসে-যায় যদি মানুষ হতে পারি না।

গোলাম কবির

ছবি
  এমন হলো কেনো   প্রেমে পড়লে তো মানুষ কতো কিছুই করে!  আমিই বা তারচেয়ে ব্যতিক্রম হবো কী   করে? প্রেমে পড়ার পর আমি দুঃখকে  বলেছি - ভুলেও এদিকে পা বাড়িও না,  যতো ছিলো পুরনো দুঃখের কালো মেঘ,   তাদের দু'হাতে সরিয়েছি, অথচ এখনো আমার   চারপাশে শুধু দুঃখের জমাট মেঘদল  ঘুরঘুর করছে যখনতখন এবং এখনো  আমার চারপাশে দুঃখের মালবাহী ট্রেন  একটানা সিটি বাজিয়ে যাচ্ছে!   যে নদীকে আমি এতো ভালবাসি -   সেই নদীর কাছে গিয়ে বলেছি,  আমার জন্য সবসময়ই বর্ষায়   যেমন থাকে তেজী, বেগবতী যৌবনা!    ঠিক তেমনি যেনো থাকে, ও কিন্তু তা  থাকেনি কোনোদিনই, বরং এখন আরো  সরু হয়ে গেছে, প্রায় মজে যাচ্ছে বলা যায়!   প্রেমে পড়ার পর একবার আমি    খুব প্রবীণ বয়সী এক বটগাছকে    স্বাক্ষী রেখে বললাম, দেখিস এখন থেকে   জীবন হবে উজ্জ্বল আলোয় আলোকিত   এক একটি দিনের মতো!    অথচ জীবনটা থেকে গেলো  এখনো একদমই ম্যাড়মেড়ে,   আলস্যে জড়ানো দুপুরবেলার মতো।    আসলে আমি মনেহয় প্রকৃত প্রেমেই   পড়তে পারিনি, না হলে এমন হলো কেনো!

ইকবাল বাহার সুহেল ( ইংল্যান্ড )

ছবি
আত্মোপলব্ধি বা উপলব্ধি ও চিন্তা                                পৃ থিবীকে বদলানোর বৃর্থা চেষ্টা করার চেয়ে নিজেকে বদলানোর চেষ্টা করুন তাতে তাড়াতাড়ি ফল পাবেন !                              আপনি চাইলেই পৃথিবীর সব মানুষকে নিজের মত করে বদলাতে পারবেন না কিংবা তা সম্ভবও না !                               প্রিয় মানুষ গুলো কখনো কখনো অপ্রিয় হয়ে যায়। চেনা মানুষের দেওয়া কষ্ট             মানুষকে খুব সহজে আঘাত করে। তার কারণ হয়তো একটাই, পরিচিত জনের কাছে সবসময় ভালো কিছু প্রত্যাশা।                                আপনাকে মানতেই হবে, যে মানুষটা আপনার সবচেয়ে বেশি কাছের, কেবলমাত্র সেই বলতে পারে কোন জায়গাটায় আঘাত করলে আপনি বেশি কষ্ট পাবেন। অথচ তার কাছে আপনার দুর্বলতা প্রকাশ করাটা ছিলো কেবলমাত্র আপনার বিশ্বাস।                              সেই সাথে বলতে হয় চিন্তা চিন্তাধারার ফলে আসে ধারণা আর সেটাকে ধারণাবিন্যাস বোঝায়।                                 যদিও চিন্তা করা মানবতার একটি অপরিহার্য কার্যকলাপ,একে সংজ্ঞায়িত বা এটা বোঝার কোনো সাধারণ ঐক্যমত্য নেই !                                উপরের কথাগুলো মানুষের মনের

হামিদ সরকার

ছবি
স্বার্থপর মন আঁড়ালে স্বার্থ, প্রসারিত সম্পর্কের দু'হাত, অমাবস্যারাত্রির সমাপ্তিতে চিরসত্য নবপ্রভাত। ধূষরকালো ঠুনকো মেঘ নীলাকাশটা জুড়ে, তীব্র হাওয়ায় লক্ষ্য ব্যাহত নীরবে সরেছে দুরে। অশুভ ইচ্ছা প্রেমব্যানারে লোভাতুর মনোভোগ, আপনতুষ্টিতে মিথ্যে অপবাদ অপ্রাপ্তির এক শোক।

ফারজানা আফরোজ

ছবি
শূন্যতার সাগর  চারিদিকে শূন্যতার অথৈ সাগর শব্দহীন ঢেউ আছড়ে পড়ে তীরে। তাহারে যেতে দাও যে আছে যাবার। অপেক্ষারা আজ আর শ্রাবণের ন্যায় ঝরায় না অশ্রু দু'চোখের পাতা ভরে। কেউ ফিরবে ভেবে,পথপানে চেয়ে থাকার, দিনগুলো গেছে যে ফুরিয়ে। নয়নে নয়নে আছো তুমি, তবু নয়নে দেখিতে না পাই। অবুঝের মত মেঘেরও কোণে খুঁজে বেড়াই। মেঘের বুকে শ্রাবণ লিখেছিলাম, নদীর বুকে এঁকেছি ভাঙ্গনের ক্ষত। আমি কাঁদতে চাই না আর কেঁদেছি ভালোবেসে অনেক বেশী। পুড়তে চাই না আর, পুড়েছি ভালোবেসে দিবানিশি। তোমরা যাহারে ভূলিতে বলো, সেইতো আমারে ভাবায়। দিবসে ভাবি রাখিব না মনে, নিশীথে  আসিয়া জাগায়। আজ তুমি নেই পাশে, আমি একা পথে হাঁটি। একা জেগে থাকি সারা রাত, ছিলাম,থাকবো তোমারই চির সাথী।

bzhb

LOVE

wefwn

LOVE