পোস্টগুলি

এপ্রিল ৮, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মমতা রায় চৌধুরীর ধারাবাহিক উপন্যাস পর্ব ১৪৭

ছবি
উপন্যাস  টানাপড়েন ১৪৭ সোনাইয়ের হার মমতা রায় চৌধুরী ক্লান্ত অবসন্ন দেহে রেখা বাড়ি ফিরে একটা কথাও বলতে পারে নি মনোজের সাথে। আজ যেভাবে বস্তির হাহাকার দেখেছে সেটা ভুলবার নয়। দু 'চোখ তখন চলে ভেজা। কলিং বেল বাজানোর সঙ্গে সঙ্গে মনোজ দরজাটা খুলে দিয়ে বলে"কি ব্যাপার এত রাত হল কেন?" রেখা কোন কথা না বলে ব্যাগটা নামিয়ে রেখে সোজা চলে যায় ওয়াশরুমে।মনোজ ও  কেমন ঘাবড়ে যায়।রেখার চোখ মুখ দেখে চমকে ওঠে। বড় রকমের কিছু একটা ঘটনা ঘটে গেছে। কালবৈশাখী ঝড় আসার আগের মুহূর্তে যেমন নিস্তব্ধ একটা রুদ্ধশ্বাস মুহূর্ত থাকে, চলে যাবার পর বিধ্বস্ত করে দিয়ে যায়। রেখাকে দেখে ঠিক সে রকম মনে হলো মনোজের। ওয়াশরুম থেকে বেরোনোর আগে মনোজ  বেশ সুন্দর করে  ব্ল্যাক কফি বানিয়ে ফেলে। রেখা বেরোনোর সঙ্গে সঙ্গে কফির কাপটা এগিয়ে দেয়  রেখা ম্লান হেসে বলে 'এটাতে একটু এনার্জি পাব।'থ্যাঙ্ক ইউ। মনোজ বলে  'মোস্ট ওয়েলকামi রেখা ড্রয়িং রুমের সোফাটায় গা টা এলিয়ে দিয়ে বসে কফিতে চুমুক লাগায়। মনোজ বলে,' স্কুলের এতো দায়িত্ব তুমি নিতে যাও কেন ?শরীর যখন পারমিট করে না।' রেখা এখনো জোর করে হাসে।

কবি কামরুন নাহার এর কবিতা "নীল আকাশ"

ছবি
নীল আকাশ  কামরুন নাহার  কেউ জানে না কার আকাশের কালো মেঘের  কাব্যগুলো কতটা নীল! কার আকাশের স্বপ্নগুলো ঝলসে আগুন! কার পৃথিবী বুনো হাওয়ায় মাতাল প্রায়!  কার জীবনের অজানা ভুল  ঝরা পাতা আর ভীষণ ধূসর।  কার আকাশের তারাগুলো অস্তগামী সন্ধ্যাপ্রায়। জীবন নদী কতটা দীর্ঘ  কেউ জানে না! জলের তৃষ্ণা কার কতটা কেউ জানে কি?  কার সমুদ্র কতটা বিশাল কেউ জানে কি? কার আগুনে কতটা তেজ  কেই বা জানে! তবু আঙ্গুল তুলি কথায় ভুলি ভুলের রাজ্যে জীবন গড়ি।   ভুলের এই পৃথিবীতে মন যুদ্ধ করে চলি। হতেম যদি নির্ভীক কোন ছন্নছাড়া   যে ভূবন কাঁপায় তারার মেলায়  আর গোধূলি আলোয়  নিজকে দেখে স্বপ্ন ভেলায়। আর শহরজুড়ে তানপুরাদের রাগ শুনে যায় কাকের ভাষায়। তবুও কোকিল হয়ে   কালের স্রোতে মিষ্টি ডাকে নির্ঘুম কোন নিঃশব্দ  জোছনা রাতে। আর ব্যাঙের কথায় ব্যঙ্গ করে হালকা হাসে পথিক হয়ে গহীন রাতে  ঘুড়ে বেড়ায় খুব নীরবে যেন মহুয়া বনের  মাতাল কোন একলা পরী।

কবি সুবর্ণ রায় এর কবিতা "বিবর্তন"

ছবি
বিবর্তন সুবর্ণ রায় ঋতুর পরিবর্তন হয়।এভলিউশন হয় মগজে। প্রেমের ইনডেক্সে তাঁর ক্রমান্বয়ে ক্রান্তি। প্রতিজ্ঞাভঙ্গতা এক শিল্পত্ব পায়।

Jjg

LOVE

Hhhh

LOVE

Jhy

LOVE