পোস্টগুলি

মার্চ ২০, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Ljuvv

LOVE

Ookj

LOVE

মমতা রায়চৌধুরীর ধারাবাহিক উপন্যাস ১৩৮ পর্ব

ছবি
উপন্যাস টানাপোড়েন ১৩৮ ভয়েস বিভ্রাট (৩) মমতা রায়চৌধুরী সরজু সকালে ঘুম থেকে উঠে দেখছে সারা উঠোনময় নানা ধরনের পাতায় পরিপূর্ণ হয়ে গেছে। মনটা একটু নাড়া দিয়ে উঠলো। আপন খেয়ালে কিছু পাতা তুলে নিয়ে তার গন্ধ নিতে চাইলো আর পাতার ভেতরে যেন কেমন একটা পুরনোকে ধরে থাকার আকুতি ,একটা বেদনা কাজ করতে লাগলো। গ্রামের বাড়ি প্রচুর গাছপালা আছে ।তাই উঠোনটা পাতায় পরিপূর্ণ হয়ে যায়। পুরনো পাতা ঝরে যায় মনের ভেতর একটা বিষন্নতা কাজ করতে থাকে কিন্তু পরক্ষণেই মনটা উৎফুল্ল হয়ে ওঠে ,ঝরে যাওয়ার মধ্যে দিয়েই নতুনের আগমন ।বসন্ত এসে গেছে আবার নতুন করে নিজেকে সাজিয়ে  তুলবে ।প্রকৃতি দিয়ে যায় সেই বার্তা। এ সব ভাবছে বসে বসে ,কতটা সময় পেরিয়ে গেছে হুশ নেই ।এমন সময় ফোন বেজে ওঠে। প্রথম ফোন রিং হয়ে বন্ধ হয়ে যায়। পরক্ষণে আবার ফোন বেজে ওঠে। ফোনের কলতানে মনটাকে নিয়ে আসে বাস্তবে ।তাড়াতাড়ি উঠে ফোনটা ধরতে  যায় । বাপ রে সাত সকালে কে ফোন করলো? ফোনটা তুলে বলে' হ্যালো'। ' বৌদি ,মাধু বলছি।' 'হ্যাঁ বলো  কেমন আছো সবাই?' 'এমনি ঠিকঠাকই আছি। তোমরা কেমন আছো?' 'আমরা সবাই ভালই আছি ।এখ

কবি গোলাম কবিরের কবিতা

ছবি
পড়ে থাকা একখণ্ড মাংসপিণ্ড গোলাম কবির        মানুষকে তো ইচ্ছে করলেই    ছুৃঁয়ে দেয়া যায় , ইচ্ছে হলে প্রিয়ার খোঁপায়    গুঁজে দেয়া যায় একটি লাল গোলাপ   কিংবা নিদেনপক্ষে একটি রক্তিম জবা।     ইচ্ছে করলে কখনো কখনো   পাহাড়ের বুকে শুভ্র মেঘকে ও    ছুঁয়ে দেয়া যায় কিন্তু    হৃদয় কি ছুঁইয়ে দেয়া যায় হৃদয় না দিলে?   অথচ কতো লোকই দেখি    হৃদয় না দিয়েই হৃদয় ছুৃঁয়ে দেয়    ভুল ভালবাসার খেলা খেলে!    ওরা মানুষের হৃদয় নিয়ে সাপলুডু    খেলা করে, কখনো আবার হৃদয়    ঝলসে দেয় অথচ ভালবাসলে    মানুষের হৃদয় হয়ে যায়    নিঃসীম আকাশের মতো উদার!     ভালবাসা পাবার জন্য মানুষ    অবিরাম বয়ে চলা নদীর মতো   ভালবাসা নামের মরিচীকার পিছনে     ঘুরতে থাকে অবিরত!    অথচ মানুষের কাছে এখন   হৃদয় নামের বস্তুটাই হারিয়ে গেছে,    ওটা এখন শুধুই পড়ে থাকা    একখণ্ড মাংসপিণ্ড যেনো!

কবি

Bgvgvggh      

কবি শিবনাথ মণ্ডল এর কবিতা

ছবি
মুখোস পরা মানুষ শিবনাথ মণ্ডল স্বার্থ ছাড়া  এই দুনিয়ায় কেউতো চলেনা স্বার্থ ছাড়া কোনো মানুষ ভালো বাসেনা। মিথ‍্যা কথা বলতে যাদের মুখে বাধা আসেনা নিজে ভাবে আমি ছাড়া কেউতো বোঝেনা। বন্ধু সেজে যে জন তোমায় ভাবাই  আপনজন সুযোগ বুঝে কেড়ে নেয় আসল মূলধন। কাছে এসে ভালো  বেসে বলে মিষ্টিকথা স্বার্থ খানা ফুড়িয়ে গেলে নেয় কেটে মাথা। মুখোস পরাএই দুনিয়ায় যায়না কাউকে চেনা আসল নকল যাবে বোঝা পুড়ালে খাঁটি শোনা।।