১১ সেপ্টেম্বর ২০১৮

ঝিনুক বৃত্তান্ত

শারমিন সুলতানা রীনা

কবি, চুম্বনে জেগে ওঠে ঠোঁটের বিনিদ্রতা

তবু ক্লান্তিতে বুজে আসে পাপড়ি....

অহংকারী পতঙ্গ হয়েও  এক পশলা শিশিরে  ওপাশ  থেকে
ভিজিয়ে দিলে বালুচর।

ঝিনুক বুকে বালুকনায় জন্ম দিয়ে যাবো যে মুক্তো।

যদি ফিরে যাই মৃত্যুর ওপাড়ে

ধুসর বাসনায় এ মুক্তো তোমারই প্রাপ্য...