পোস্টগুলি

মার্চ ২, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মমতা রায়চৌধুরীর ধারাবাহিক উপন্যাস ১১৮পর্ব

ছবি
উপন্যাস   টানাপোড়েন ১১৮ স্মৃতি-বিস্মৃতির দোলাচল মমতা রায়চৌধুরী স্কুল থেকে ফিরে হঠাৎ একটা বাজে খবর মনটাকে ভারাক্রান্ত করে দিল। তার সাথে পরিচয় বেশিদিনের নয় ,লেখালিখি নিয়ে মনামীর মাধ্যমেই পরিচয়। মনামীদের  অফিসে আসেন বিভিন্ন টেন্ডার নেবার জন্য এবং বিভিন্ন তথ্য সংবাদপত্রে পরিবেশনের জন্য। আসলে উনি একজন সাংবাদিক এবং লেখালেখিও করেন। বেশ কিছু কাব্যও নাকি প্রকাশিত হয়েছে।  মনামী ভদ্রলোককে বলেছিলেন 'আমাদের এক বন্ধু ভালো লেখালেখি করেন ।'  দেখতে পারেন' ওর লেখা নিয়ে ।' ছেলে বন্ধু না মেয়ে বন্ধু? মনামী  অবাক হয়ে নাকি বলেছিল' কি যে বলেন না আপনি মাঝে মাঝে ।মেয়ে বন্ধু। কোন বন্ধু হলে বেশি আপনার সুবিধা ? ছেলে না মেয়ে বন্ধু?' একটু ব্যাকা চোখে তাকিয়ে মেয়ে বন্ধুর দিকে ইঙ্গিত করেছিলেন। মনামীদের অফিসে উনি একজন রসিক মানুষ বলেই খ্যাতি অর্জন করেছেন।  তাই কেউ উনার কথায় কিছু মনে করেন না। " ভদ্রমহিলা দেখতে কেমন?' মনামীর কাছে ছবি ছিল সঙ্গে সঙ্গে দেখিয়ে বলল এই দেখুন।' "বাহ ,দারুন তো। জমে যাবে।' আপনি পারেনও বটে। মনামী নাকি হো হো করে হেসে ওঠে ছিল। সেই সূত্রে কন