
ভালোবাসার উঠোন চেয়েছি
এমন একটা ভালোবাসার উঠোন চেয়েছি
দাঁড়িয়ে বলতে পারি ,,তুমি কি করছো?
আমি জোর গলায় বলতে পারব
তুমি কেমন আছো ?আমার জন্য।
আমি ভালবাসার একটা উঠোন চেয়েছি
যেখানে শিউলি ফুল ছড়িয়ে থাকবে
দেখতে পাবো কখনো রোদ্দুর
বৃষ্টি ভেজা
শুধুই তোমাকে শুধু তোমাকে।
আকাশটা আরো নীল দেখতে চেয়েছি
ব্যস্ততার মাঝে তোমার ঢেউ চেয়েছি
আমি নদীর বা সমুদ্রের পাড়ে দাঁড়াই
অপেক্ষা করি-----
তোমার চোখ দেখতে ।।
একটু উষ্ণতার জন্য
একটু বাতাসের জন্য
শ্বাস নিতে
একটা উঠোন চেয়েছি
শুধুই ভালোবাসার উঠোনে
শিউলি ফুলগুলো ছড়িয়ে পড়ুক।।
প্রথম তোমাকে ছোঁয়া
আমি প্রথম তোমাকে ছুঁয়েছিলাম যেদিন
শব্দ ছিল। ছিল পলাশ বকুল জুঁই
নতুন রঙে রঞ্জিত হয়েছিলে
ইচ্ছে ছিল ডিঙ্গি নৌকোয় চেপে
বেড়াবে ঘুরে ঘুরে।
আমি সঁপে দিয়েছিলাম
জীবনের সবটুকু
ঘন কালো অন্ধকার মুছে দিয়ে
আলো বিন্দু খুজে নিয়েছিলাম
ছিল স্বপ্নে ঘেরা সিঁড়ি
সত্যের জয় গান।
আমি যতটুকু ছুঁয়েছিলাম তোমাকে
নির্ভেজাল ভালোবাসাটুকু দিয়ে
খুজে নিয়েছিলাম আত্মতৃপ্তি দুজন
দিন যেয়ে মাস ,বছরের পর বছর
তবুও মনে হয় স্বপ্ন হাঁটতে শেখেনি আজও
বিচ্ছিন্ন এক দ্বীপের মধ্যে
স্বপ্নের ভালোবাসা
স্বপ্নের মেঘগুলো
ঘুরপাক খায়
পাল্টে যায় কখনো কখনো।
অথচ ইচ্ছের যাতায়াত
এক একটা ভালবাসার ঠিকানা জানতাম
আজ যেন বকুল গাছের নিচেয়
প্রশ্ন একাধিক? সম্পর্কের বুনন এর কাছে
সযত্নে আদর কাঠফাটা রোদ্দুরের এর মতো
রাত যতটা গভীর হয়
এসব ভাবনারা সেতু গড়ে
আমিও কখনো কখনো
জীবন বোধ খুঁজে নিতে
সচেষ্ট হই। কবিতার ঠোঁটে।
আমারও চুম্বন এঁকে দিতে
তুলি রংএ মন খারাপে ঢেউ হয়।
এখন বেশ বুঝতে পারি
প্রথম চুম্বনের পর
প্রথম ছুঁয়ে দেখার পর
কাটাকুটি খেলা
বড্ড সুখ ও কষ্টে
আমাকে লন্ডভন্ড করে আজ ও।
এ কেমন তোমার মন
এ কেমন তোমার মন
ভুলে ভুলে থাকো সর্বক্ষণ
এ কেমন তোমার মন
পড়েনা মনে একটু খানি
কতইনা স্মৃতিকথা।
প্রথম চুম্বনের কথা
কাছাকাছি আসা
আল ভেঙে সবুজ ছায়া খুঁজে নেওয়া
সবটাই কি বৃথা!
এ কেমন তোমার মন?
ছুটির বিনোদনে
কতইনা খুনসুটি
তোমার সম্মতি ছিল সর্বদা
আজ মনে হয় তোমার কি দশ হাত,
ভুলে যাচ্ছো ক্ষণে ক্ষণে
হৃদয় থেকে ঢেলে দেওয়া স্মৃতি কথা
কপূর হয়ে যাচ্ছে কেন?
অথচ তোমাকে ঘিরে আমার
স্বপ্ন দেখা ,তাপ নিয়ে বেঁচে থাকা
অথচ তুমি ভুলে থাকো কেন?
স্বাদবদল এ এসেছে কি কেউ?
তাই ভুলে থাকছো
আমাকে মরুভূমিতে শুয়ে রেখে?
এ কেমন তোমার মন,
হৃদয় নিংড়ে ভালোবাসা দাও
যতদিন বাঁচবো স্মৃতিতে তোমাকে রেখে।