১৭ ফেব্রুয়ারী ২০২১

সৈয়দা আইরিন পারভীন




মানুষ ভালোবাসা যাপণ করে আর প্রেম রচনা করে।


সৈয়দা আইরিন পারভীন


আমাদের অনেকের ধারণা প্রেম মানেই শুধু দুইজন কপোত কপোতীর হাসি, কান্না, সুখ, দুঃখের কথামালা। আসলেই কি তাই ?


প্রেমপঞ্চভূত। প্রেম একটা তীব্র অনুভুতি ও অনুরাগ। আমার মা মারা যাওয়ার পর বাবাকে দেখতাম ষ্টীল এর আলমিরা খুলে নিঃশব্দে কি জানি দেখতেন। সেই মূহুর্তে আমরা কোন ভাই বোন বাবার সামনে গেলে বাবা বিরক্তবোধ করতেন। হঠাৎ বাবাও একদিন মারা যায়। তারকিছু দিন পর যখন ভাই বোনরা মিলে ষ্টীল এর আলমিরাটা খুলি তখন দেখি আমার মায়ের হাজারো স্মৃতি চিহৃ থরে থরে সাজানো।যেই ভালোবাসা আমার বাবা যাপন করেছিল এবং মৃত্যুর এক যুগের  ও বেশীসময়  সেই স্মৃতি বুকে নিয়ে মধুর প্রেম রচনা করেছিল।


প্রত্যেক বাবা মা তার সন্তানকে খুব ভালোবাসেন। নিজের জীবনটাও দিতে কার্পন্য করে না। সন্তানের প্রতি আমাদের যে ভালোবাসা আদর সোহাগ তা কিনা বাৎসল্য প্রেম।


পিতামাতার প্রতি সন্তানের থাকে ভালোবাসা, শ্রদ্ধাবোধ, আবেগ, অনুভুতি। আর এই ভালোবাসায় শান্ত প্রেম।


প্রভুর প্রতি আমাদের যে শ্রদ্ধা ভালোবাসা ও আনুগত্য থাকে তা দাসত্ব প্রেম।


আর সখ্য প্রেম সেতো অবারিত বিশাল আকাশ। বন্ধুত্ব যা কিনা কিছুই মানে না। বন্ধু  মানে বিপদের আশ্রয়, বন্ধু মানে অনেক কষ্টের ভার লাগব।


এরপরে ও কি আমি বলবো প্রেম মানে শুধু দুইজন ??? তাহলে কেন আমরা ফেইস বুকে কোন বন্ধু একটা প্রেমের কবিতা বা পংক্তি লিখলে বলি আপনি এই বয়সে ও প্রেমের চিন্তা  করছেন।


প্রেম থাকে মানুষের জীবনে সারাজীবন সারাক্ষন সারাবেলা। প্রেম বয়স ভেদে নয়। প্রেম পঞ্চভূত। প্রেম ঝলসানো অনুভুতি। প্রেম স্বর্গীয়, প্রেম শ্বাশত।

1 টি মন্তব্য:

thank you so much