১৭ ফেব্রুয়ারী ২০২১

হাকিকুর রহমান




কান্না কুড়োতে চাই


কান্না কুড়োতে এসেছি মাগো, এই অবেলায়-

কুকড়িয়ে যাওয়া মনের কান্নাগুলো

যে গুলোকে তুলে রেখেছো শিয়রের কাছে-

আমি তো কান পেতে সেগুলোকে শুনতে পাই,

তাতে, আমার কি দোষ হলো, তুমিই বলো।


সোনার ফসলেতে ভরে আছে ক্ষেত-

রাঙা মাটির বিরান পথটা তবুও কেন কাঁদে,

শূন্য আঙিনাটাই বা কেন কাঁদে,

বুঝতে পারিনে মাগো, তোমার ছায়ার

পরশ পেতে, বুকের আলোতে বিলীন হতে

আমিও যে কাঁদি।


শারদ সকালে ঝরা বকুলের কান্না

কেন শুধু আমিই শুনতে পাই, মাগো-

ঝর্ণার জল, গোল নুড়িগুলোকে বুকের

ভেতরে নিয়ে বয়ে যায় যখন, তার

কান্নার প্রতিধ্বনিও যে আমি শুনি।


বুনো সূর্যের আলোয় একাকী মরুদ্যানটা

কি হাসে, না কি কাঁদে, সে খবরটা

কেইবা রাখে? আলোর প্রার্থনায়

মায়ের পাখার নিচে বসে ছোট্ট পাখিটা

কি হাসে, না কি কাঁদে, কেইবা জানে।


তবুও বুকের পাজরে থিতিয়ে থাকা

কান্নাগুলোকে কুড়িয়ে যেতে চাই, মাগো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much