সখী
ভালোবাসা দিয়ে সখী
একটু বাঁচতে দাও মোরে
ভলোবাসা নিয়ে সখী
একটু মরতে দাও মোরে,
তোমার গোলাপী অধরের অমিয় সখী
একটু সেবন করতে দাও মোরে
তোমার সাগর দুটি চোখে সখী
একটু ডুবতে দাও মোরে,
তোমার দৈব-শীতল আঁচলে সখী
একটু বাসতে দাও মোরে
তোমার প্রণয় শিখায় সখী
একটু পুড়তে দাও মোরে,
তোমার অপেক্ষায় সখী
একটু ক্ষয় হতে দাও মোরে
তোমার আলিঙ্গনে সখী
একটু ফোটে উঠতে দাও মোরে,
তোমার মাধুর্যে সখী
একটু অন্ধ হতে দাও মোরে
তোমার যৌন-সুবাসে সখী
একটু উন্মাদী হতে দাও মোরে,
ভালোবেসে সখী
অমর হতে দাও মোরে।