২১ ফেব্রুয়ারী ২০২১

এম, এইচ, বাসিত ( ইংল্যান্ড )




সখী



ভালোবাসা দিয়ে সখী

একটু বাঁচতে দাও মোরে

ভলোবাসা নিয়ে সখী

একটু মরতে দাও মোরে,


তোমার গোলাপী অধরের অমিয় সখী 

একটু সেবন করতে দাও মোরে

তোমার সাগর দুটি চোখে সখী

একটু ডুবতে দাও মোরে,


তোমার দৈব-শীতল আঁচলে সখী

একটু বাসতে দাও মোরে

তোমার প্রণয় শিখায় সখী

একটু পুড়তে দাও মোরে,


তোমার অপেক্ষায় সখী 

একটু ক্ষয় হতে দাও মোরে

তোমার আলিঙ্গনে সখী

একটু ফোটে উঠতে দাও মোরে, 


তোমার মাধুর্যে সখী 

একটু অন্ধ হতে দাও মোরে 

তোমার যৌন-সুবাসে সখী

একটু উন্মাদী হতে দাও মোরে,


ভালোবেসে সখী

অমর হতে দাও মোরে।

ওমর ফারুক




ভাবিনি কখনও



কখনো ভাবিনি আমার প্রেমহীন 

অন্ধকারে আলো জ্বালিয়ে দিবে।


কখনো ভাবিনি তোমার স্নিগ্ধ কন্ঠের আহবানে শীতল শয্যা করে দিবে।


কখনো ভাবিনি হঠাৎ করে মনের পিঞ্জিরাতে জায়গা দখল করে নিবে নিজের মতো করে। 


কখনো ভাবিনি আমার অতীতের দুঃখ ভুলিয়ে নতুন করে হাসি ফুটিয়ে দিবে নিজের মতো করে। 


কখনো ভাবিনি আমার কষ্টে'ভরা জীবন টাকে আনন্দময় বানিয়ে দিবে তোমা লাজুক লাজুক দুষ্টমিতে।


এ তোমার জাদু নয়, গুণ যে গুণে

জড়িয়ে আমি হয়েছি প্রেমিক।

এস এম শামীম রেজা




রং নাম্বার


হ্যালো কেমন আছো প্রিয়া,

এটাই কি তোমার হিয়া।

আমারে কান্দাইলা তুমি,

নিজে না কান্দিয়া।

মিস কলে হলো পরিচয়,

তার পর মন বিনিময়।

এভাবে চললো কত দিন,

ভালোবাসা ছিল মোহহীন।

রাতের পর রাত জাগিয়া,

কথা হতো কান পাতিয়া।

রাত ভর কত মিষ্টি কথা,

মুছিয়া দিতে দুংখ ব্যাথা।

এখন সিমটা বন্ধ থাকে,

সৃর্তিগুলো শুধু পিছু ডাকে।

মনটা কাঁদে বার বার,

ওটা ছিলো রং নাম্বার।

মোঃ হা‌বিবুর রহমান



নেয়ামত



‌হে বিরাট ‌হে দয়াময় তোমারই নাম যপি দিনমান ধরি,

মহান ক‌রে‌ছো মো‌দের আছে যত তোমার সৃ‌ষ্টিরা‌জি।


পাহাড় পর্বত নদী নালা আর আ‌ছে যত বি‌শ্বের বিস্ময়,

অধীন ক‌রিয়া দিয়াছ সবই মো‌দের তু‌মি সৃ‌ষ্টির সর্বময়।


পাখপাখালি, পশু আর সৃ‌ষ্টির যত আ‌ছে প্রাণীগু‌লো,

‌মো‌দের কথায় উ‌ঠবোস ক'র‌ছে তারা দিবারাত্র যে‌ন।


আকা‌শে আ‌ছে চাঁদ সূরুজ আর যতসব নক্ষত্রপু‌ঞ্জি

‌শো‌ভিয়াছ তু‌মি ন‌ভো‌তে সবই যেন মানু‌ষেরই লা‌গি।


সাত সমুদ্র তে‌রো নদী সৃ‌জি‌ছ ‌সাগ‌রে যত জলজ প্রাণী,

‌হিসাব ক‌সে দে‌খে‌ছি সবই সৃ‌জি‌ছ তা মান‌বেরই লা‌গি।


আ‌লো বাতাস গাছপালা এসবই তোমার বড় নিয়ামত,

সে‌বি‌বে মানু‌ষের ত‌রে যত‌দিন হ‌বেনা রোজ‌ কেয়ামত।


মানুষ সেরা মানুষই শ্রেষ্ঠ তা‌তে নেই কোন স‌ন্দেহ বু‌ঝি,

দান ক‌রে‌ছো যত ফল ফুল ও শস‌্যভান্ডার রা‌শি রা‌শি।


‌হে আল্লাহ্, হে মা'বুদ হে দয়াময় তু‌মি মো‌দের সৃ‌ষ্টিকর্তা,

‌তোমার খেলা বুঝা স‌ত্যিই বড় দায় সৃষ্ট মান‌বের দ্বারা।