২১ ফেব্রুয়ারী ২০২১

এস এম শামীম রেজা




রং নাম্বার


হ্যালো কেমন আছো প্রিয়া,

এটাই কি তোমার হিয়া।

আমারে কান্দাইলা তুমি,

নিজে না কান্দিয়া।

মিস কলে হলো পরিচয়,

তার পর মন বিনিময়।

এভাবে চললো কত দিন,

ভালোবাসা ছিল মোহহীন।

রাতের পর রাত জাগিয়া,

কথা হতো কান পাতিয়া।

রাত ভর কত মিষ্টি কথা,

মুছিয়া দিতে দুংখ ব্যাথা।

এখন সিমটা বন্ধ থাকে,

সৃর্তিগুলো শুধু পিছু ডাকে।

মনটা কাঁদে বার বার,

ওটা ছিলো রং নাম্বার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much