গুরুজন
স্মরণীয় শ্রদ্ধায়ে রয়েছো আমার মন প্রাণে হে গুরুজন
শৈশব থেকে ভালো-মন্দ এড়িয়ে রেখেছো অপুষ্ট গোলাপ ফুলের মন।
তুমি যে আমার আত্মা জ্ঞান ভান্ডারের সঞ্চালন
তুমি আমার সকাল সন্ধ্যা ধীর কন্ঠ শব্দের স্পন্দন।
তুমি সরল শিশু তরুণ সৈনিকের সূর্যের কিরণ
করেছে তোমার কথায় কথায় কবি লেখক এর ধারন।
অপরূপ তোমার কথা বিন্দু বাঁশি ছন্দের কুল
তোমার হাতে গড়ালে কবিতা শিল্পী উজ্জল কানন ফুল।