পোস্টগুলি

এপ্রিল ২০, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বাহাউদ্দিন সেখ

ছবি
গুরুজন স্মরণীয় শ্রদ্ধায়ে রয়েছো আমার মন প্রাণে হে গুরুজন শৈশব থেকে ভালো-মন্দ এড়িয়ে রেখেছো অপুষ্ট গোলাপ ফুলের মন। তুমি যে আমার আত্মা জ্ঞান ভান্ডারের  সঞ্চালন তুমি আমার সকাল সন্ধ্যা ধীর কন্ঠ শব্দের স্পন্দন। তুমি সরল শিশু তরুণ সৈনিকের সূর্যের কিরণ করেছে তোমার কথায় কথায় কবি লেখক এর ধারন। অপরূপ তোমার কথা বিন্দু বাঁশি ছন্দের কুল তোমার হাতে গড়ালে কবিতা শিল্পী উজ্জল কানন ফুল।

মোহাম্মাদ আবুহোসেন সেখ

ছবি
আলাপে জ্ঞান অন্তর চোখে তাকালাম,বিশ্ব প্রকৃতির দিকে। চোখে তার অশ্রুজল,হৃদয়ে তাহার দুংখের ছল। গৃহবধূ মহিলার মতো,ঘোমটা দিয়া কাঁদে। তার বিচার পাইয়ে দেবে,বাতাস বয়ে চলে। হঠাৎ থমকে দাঁড়ায়,বাতাস আমার সম্মুখে। ছলছল চোখ জিজ্ঞাসা করলাম!বল আমায় বল? বাতাসেরা করছে নালিশ,শোনরে সব শোন? তুমি বা আমি,একই সৃষ্টিকর্তার সৃষ্ট মোরা। তোমার কন‍্যাকে অলংকার দিয়ে ঢাকলে,যেমন লাগে সুন্দরী। তেমনি গাছ-প্রকৃতি হলো,আমার রুপসজ্জার অলংকার। তোমার সম্রাজের মানবজাতি,আমার রুপকে মাখাচ্ছে চুনকালি। তাইতো পাচ্ছিনা দেখাতে কাউকে,কাঁদছি গৃহবধূর বেশে। জগতের প্রকৃতি তোমরাই হলে আমার চোখে বিশ্বসুন্দরী। আমি বলছি তোমায়,তুমি হলে জগতের রানী। তোমার রুপদেখিয়া,পাগলের বেশে ঘুরি আমি। আমার সম্রাজের মানবজাতি,তোমার গুরুত্ব বুঝবেই একদিন। আর সেদিন এই মাটিতে রাঙিয়ে তুলবে,সবুজে ঘেরা কত কি!।

কবি:মিলন ভৌমিক

ছবি
এসো হে নববর্ষ নতুন বষ' বরর্ণে কত আশা ছিল মনে, খানা,পিনা, নাচগানে আপনজন মিলবো একসাথে। কবিতা,গান,পাঠ বলবে সবাই উৎসবমুখর দিনে। ঈশ্বর নিজেই তালাবন্দী দেবতা রয়েছে দেবালয়ে, ভক্তের ভয় হৃদয়ে। যৌবন শেষ, হুজুগে পারিনি বেড়াতে কবিতা লিখি দুঃখের দিনে। ভালো থেকো সবাই নতুন বছরে আমার কলম অনুগত ভালোবাসার কাছে।

রাকিবুল হাসান

ছবি
একটি গোলাপ যখন তুমি দুগ্ধপোষ্য নবজাতক কুসুম কলি দু-চোখ জুড়ে ঘুমের নেশায় অন্ধ সারা শরীরে দুধের গন্ধ আমি তখনও তোমায় ভালোবেসেছি। যখন তুমি কৈশোরী এক ষোড়শী নবযৌবন প্রাপ্তি বিশুদ্ধ নীল পালকের প্রজাপতি আমি তখনও তোমায় ভালোবেসেছি। যখন তুমি  বর্ষা দিনের ভরা পুকুর রূপালী জোছনায় টইটম্বুর পূর্ণ হিল্লোলিত তোমার যৌবন আমি তখনও তোমায় ভালোবেসেছি। যখন তুমি পৌড়ত্ব থেকে বার্ধক্য হবে  60 থেকে 80  কুঁচকে যাওয়া ফুল আমি তখনও তোমায় ভালোবাসবো। সকল প্রত্যাশা-রঙিন ভালোবাসা  চাঁদনী প্রসর রাত যখন করবে পরিত্যাগ আমি তখনও তোমায় ভালোবাসবো। শুরু থেকে শেষ/আপাদমস্তক ভালোবেসেই যাব। তোমার প্রতীক্ষার প্রহর গুণে নিঃসঙ্কোচে দাঁড়িয়ে থাকবো হাতে নিয়ে একটি গোলাপ।

ফাহমিদা ইয়াসমিন ( ইংল্যান্ড )

ছবি
  হতাশা আজকাল অনেক চুপচাপ হয়ে গেছি  বিমূর্ত সময়গুলো যেন আর ডাকে না আমায় আগের মত। তাই আমি এখন নিস্পন্দিত জীবনে হতাশার গ্রাসে বিচ্ছিন্ন দ্বীপ যেন।  সাদা মেঘের ভেলার মত আমি ভেসে বেড়াই পানিতে ফুটিয়ে তুলি বিবর্ণ জীবনের অপ্রতুল ঢেউ  হাওয়ার তালে তাকে এগিয়ে যাই এদিক সেদিক  তপ্ত দুপুরের হৃদয়ের কোণে ঝরে যায় এক গহীন রাতের নিঝুম আলাপন।   তবু উদাস মনে এখনও তোমায় ভাবি এবং ভেবে যাবো অনন্তকাল।

মহুয়া চক্রবর্তী

ছবি
ভুলের পথে মানুষ প্রকৃতি আজ রুষ্ট হয়েছে বায়ুতে এসেছে বিষ নিঃশ্বাসের আর বিশ্বাস নেই  কে ফেরাবে এদের হদিশ। বিশ্ব আজ ভয়ে কাঁপছে বিষাক্ত রোগ এসে দুয়ারে কড়া নাড়ছে, জাগো মানুষ জাগো এবার একটু তো সজাগ হও--  মিটিং মিছিলে না ঘুরে এবার  নিজের ঘরের দিকে রওনা হও।  চারিদিকে আজ চলছে ওই  ভোট ভোট খেলা  শ্মশানে  তাই বসেছে দেখো  কতো লাশের মেলা।  যাদের জন্য তোমরা আজ  করছো এতো রেলি  যেদিন তাদের দরকার ফুরাবে   সেদিন তুমি হবে তাদের চোখের বালি।   ভালো যদি বাসার হয়,    বাসো নিজের পরিবারকে   ভালোবাসো নিজের সন্তানকে,   ভালোবাসো নিজের মাকে, নিজের মাতৃভূমিকে।   এরাই বোঝে তোমার মূল্য   তুমি বিহীন তোমার পরিবার যে শূন্য।   সমাজে আমরা সবাই মানুষ নামে খ্যাত   মান আর হুশ বিহীন শুধুই স্বার্থে জর্জরিত।