ড্যানিয়েল
সানি সরকার
পাথরটির দিকে লক্ষ্য করো ড্যানিয়েল
অতঃপর নিজের দিকে আরেকবার
রাত্রির কলকাতায় আলো
এবং গাড়ির হর্ণ ব্যতীত কোনও শব্দ নেই
এত দ্রুত তুমি ঘুমিয়ে পড়বে না
অবশ্য তেমন কথাও নেই
এখন ঠিক সামনের পাখিটিকে লক্ষ্য করো
ছবির ওপর বসে যে মোহ ছড়িয়ে দিচ্ছে
ভালো করে লক্ষ্য করে দ্যাখো, ওঁর পা'য়ে
ঘুঙুর পরানো, বাইরে চাকচিক্য, কাচের মতন, আর ধোঁয়া
হরিণেরও খিদে পায় একথা সত্যি-
প্রতিটি মুহূর্তে দলদল হরিণ
তৃণের খোঁজে অরণ্যাঞ্চল তোলপাড় করে তছনছ করে
পাখিটি ঘুঙুরের শব্দ তোলে পায়ে
তখন তৃণ নয়, হরিণের দল
আরও ক্ষুদার্ত, দৌড়য় ঘুঙুরের শব্দের দিকে
এমনি নির্মম...
ড্যানিয়েল, তাই বলে তুমি কী পাখিটির পা'য়ের ঘুঙুর
কেড়ে নেবে
না...
সময় তো এমনি, সময় হলেই বলে
ওটা সাদা, ওটা কালো, ওটা সবুজ, ওটা পীতবর্ণ...
ড্যানিয়েল, দেখতে থাকো ও এবং হাসো