আপনাদের চিঠি

 এই বিভাগে আপনাদের মনের কথা প্রকাশ করতে পারবেন সম্পাদক দ্বারা l

https://www.facebook.com/111857043746381/posts/374568980808518/ https://www.facebook.com/111857043746381/posts/374568980808518/

মন্তব্যসমূহ

  1. আমি কাঁটার ওপর দিয়ে চলতে ভালোবাসি I দেহ, মোন ও মুক্তি I এটাই তো মানুষের উপাসনা I শিক্ষা, উপায়, বিবেক ও উপায়, পরে সঞ্চারী I কথা কম, উৎপাদন বেশি I একটা সুন্দর জীবন I সম্মান, অর্থ ও আনন্দ I খাবার জন্য উপায় I অন্য, বস্ত্র, বাসস্থান, চাই জীবন, চাই দান I আর কিছু নয় I স্বর্গ তো এখানেই I আজ যে কাগজ টা নতুন, কাল পুরানো I ভেজাল হাটাও I প্রতিটি আঘাত আমাদের শিক্ষা দিয়ে থাকে I আত্মবিশ্বাস একদিন মানুষের চেতনা আনবেই I এ বিধাতার নিয়ম I যিনি সমালোচনা করেন, তিনি অজ্ঞান, যিনি সমালোচিত, তিনি সম্রাট I কর্মের জন্য পাগল হইতে হবে I তবেই আসবে আনন্দ I ইচ্ছের ডানা মেলে চলুন শান্তিনিকেতনে I তিনি আমার প্রাণের আরাম, মোনের আনন্দ ও আত্মার শান্তি I ওঁ ওঁ ওঁ I আগুনের প্রশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ এখানেই I

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much

সুন্দর ভিউজ নজর করুন

কবি মোঃ সেলিম মিয়া'র কবিতা "সময়ের ঘড়ি "

হা‌বিবুর রহমান এ‌র লেখা "সহধ‌র্মিণীর হুঁ‌শিয়ারী বার্তা"৬