২৩ জানুয়ারী ২০১৮

কল্যাণ মন্ডল

বন্দনা


প্রেমিক নীলকন্ঠ প্রেমের গরল ,
করছি অামি পান ৷
ঝরে যাওয়া হলুদ পাতায় ,
লিখেছি তোমার নাম ৷
নীল অাকাশের হাজার তারা ,
শোনাবে তোমায় গান ৷
শিশিরভেজা সিক্ত সকাল ,
অানবে নতুন প্রান ৷

অশোক রায়চৌধুরী

কবিতা শূন্য বাংলাদেশ 


কবিতা কোথায় কবিতা কোথায় কবিতা নেই এ দেশে
যা কিছু ভস্ম ছেপে বেরুচ্ছে সেসব অট্ট হেসে
ছুড়ে ফেলে দেবে মহাকাল দাদা নিষ্ঠুর বিচারক
রবিঠাকুরের দেশটা এখন কবিতা হনতারক
কবিতায় আজ কবিতাটি ছারা আর সবকটি আছে
কবিরাও আজ ছাইপাঁশ ছেপে তুড়িআনন্দে নাচে
প্রচার যন্ত্র প্রচার তন্ত্র গোয়েবুলশ এর তত্ত্ব একই নামগুলো বার বার ছেপে কত না গর্বে মত্ত
খোলা ময়দানে আসুন দেখিকে সব চেয়ে বড়ো কবি
কাগজের বাগ দেখে কোনদিনও ভুলবে না জেন ভোগী
ছন্দ ভাঙছে ছন্দ গড়ছে কোথায় নতুন ছন্দ
মান্ধাতার সে কালের লেখা তাতেই তো সব অন্ধ
ঘোরালে কতকা ফেরালো লাঠি একটু আদল বদল
এই মূলধন নিয়েই নাকি সবাই করেন নাকি কোদল
একশো বছর আগেও যেখানে শাস্ত্র দাঁড়িয়ে ছিল
তার থেকে একটি চুলও সরেনি ছন্দ মিলও
কর গুণে গুণে ছন্দ...