১৪ ফেব্রুয়ারী ২০২৫

কবি আমিনা তাবাসসুম এর কবিতা "ভ্যালেন্টাইনে তুমি ও আমি"















ভ্যালেন্টাইনে তুমি ও আমি
আমিনা তাবাসসুম

জ্যোৎস্নার ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি তুমি ও আমি

যখন পৃথিবী নেই
কেবল একটা গোলকের মধ্যে
                         জন্ম রহস্য

যেভাবে নদীর বুকে লেগে থাকে চিবুকের দাগ
যেভাবে ফুলের রং সবুজ-সোনালী 
আর বইয়ের পাতা গোলাপ হয়ে যায়

কোনো শিলিং তবু দুঃখ ছুঁতে পারেনি

আমরা জোৎস্না খেয়ে বেড়ে ওঠি রোজ
ভালবাসা বড় হয়,
একটা ভ্যালেন্টাইন শুধু কেঁপে কেঁপে
বাতাস হয়ে যায়

৪টি মন্তব্য:

  1. অসাধারণ লেখনী, ধন্যবাদ কবি সুন্দর কবিতা আমাদের পাঠককে উপহার দেওয়ার জন্য

    উত্তরমুছুন
  2. এতো সুন্দর লেখাটা। পড়ে আরাম পেয়েছি। কবিকে শুভেচ্ছা।

    উত্তরমুছুন
  3. ' যেভাবে নদীর বুকে লেগে থাকে চিবুকের দাগ/ যেভাবে ফুলের রং সবুজ-সোনালী / আর বইয়ের পাতা গোলাপ হয়ে যায় / কোনো শিলিং তবু দুঃখ ছুঁতে পারেনি/ আমরা জোৎস্না খেয়ে বেড়ে ওঠি রোজ
    ভালবাসা বড় হয়... '। অনিঃশেষ ভালো লাগা।

    উত্তরমুছুন

thank you so much