আমার তুমি
মহাবীর চৌধুরী
চেয়েছি যাকে আমি,
দেখিনি তার রূপ,
দেখিনি তার রং,
দেখিনি তার গুণ,
দেখেছি খালি তার,
উন্মুক্ত ভালোবাসা।
যে, ভালোবাসা
প্রকাশ করে না ভাষা,
বয়ে যায় স্রোতের সমান,
দিয়ে যায় অনেক প্রমাণ।
চলার পথে দিয়ে যায়,
হার না মানা বিশ্বাস
এই ভালোবাসা কোনদিনই
শেষ হবার নয়
যতক্ষণ থাকবে নিঃশ্বাস।
তুমি শুধুই আমার,
কেবলই আমার তুমি।
খুব সুন্দর দাদা
উত্তরমুছুনKhub sundor jeetu ❤️
উত্তরমুছুন