যদি একবার বল ভালবাসি
মমতা রায় চৌধুরী
যদি একবার বলো ভালবাসি
নিমিষেই এক নীল আকাশ হয়ে
বৃষ্টির ধারা বুকে নিয়ে ঝরে পড়বো তোমার ঊষর ভূমিতে
হতে পারি মেঘলা দিনের এক মুঠো
বৃষ্টির শব্দের সঙ্গে সারাদিনের মৌনতা
তবে ঝড় তুলতে পারি উদ্দাম যৌবনাবেগে
নতুন কিছু সৃষ্টিও করতে পারি।
যদি একবার বলো ভালবাসি, ভালবাসি
নদীর ধারার যত ফেনিল আছে
তার উচ্ছ্বাস তোমার বুকের মাঝে দু'কান পেতে
শুনতে পেতে
হয়তোবা বেদুইনের মত ছুটে বেড়াতাম শুধু তোমাকে পাবার জন্য
এক মুঠো রোদ্দুর কৃষকের মুখের হাসি
শত গোলাপের গন্ধ আমার জীবন পদ্মে পেতাম ছন্দ।
যদি একবার বলতে ভালবাসি, ভালবাসি
শতবার জন্ম নিতাম তোমার মুখের
দু’ চোখের ভাষা পড়ে নিতে
আমি আর কিছুই চাইতাম না
চাইতাম না আমার একটা ঘর চাই
আমার ব্যালকনির মত বারান্দা চাই
তবে পড়ন্ত বিকেলে বসন্তের আনাগোনা
কৃষ্ণচূড়ার রক্তিমা তোমাকে মনে করাতো
আর গোপন মনের ভালোবাসা ধরে রাখতাম আমার অলিন্দে।
যদি একবার বলতে ভালবাসি ভালবাসি
জীবনানন্দ দাশের’ নাটোরের বনলতার’ মত ফিরে আসতাম হাজার বছর পরেও ।
খুব ভালো লাগলো
উত্তরমুছুনখুব ভালো লাগলো। মন ছুয়ে গেল কবিতাটা।
উত্তরমুছুন❤️🧿
উত্তরমুছুন