![]() |
ইলাশটেশন শিল্পী পিয়ালী দাশগুপ্ত |
শিবরাত্রি
দেবব্রত সরকার
তোমার চোখে আমিই হবো শিব
তোমার চোখে আমিই আলোযাত্রী
তোমার উপবাসের জন্য দিক
হবেই শুভ জানাই শিবরাত্রি
সাজবে তুমি মনের মতো করে
যেমন ভালো তেমন কিছু আশা
তোমার চোখে আমার আলোধরে
বাঁচুক শত হাজার ভালোবাসা
শিবের মতো এমন কেন চাও
আমি কি শিব তোমার চোখে নই
হৃদয় বুকে আমার মূল্য দাও
আমিই শিব আমিই সর্বত্রই