স্বাধীনতা
আমিনা তাবাসসুম
আমরা প্রতিদিন এগিয়ে চলেছি
অন্ধকার থেকে আলোর উৎসে
নাকি আলো থেকে অন্ধকারে
জল খাবার অপরাধে যে শিশু
মৃত্যুশয্যায়
সে দলিত
আমরা স্বাধীনতার 75তম বর্ষপূর্তি উৎসব উদযাপন করি
ঠোঁটে এবং চোখের ইশারায়
নিরাসক্ত অন্ধকার নয়
উচ্চ মর্যাদা আমাদের শিরায় শিরায়
পেছনে পড়ে থাকে চাপ রক্ত, শহীদের বীরত্ব
বুকে জড়িয়ে রাখি পতাকার ভেতর আগুন
বুকের ভেতরে থাকে জাতিভেদের অস্পৃশ্যতা
আমি ক্ষুধার্ত, তুমি গান গাও
জয় হিন্দ আর বন্দে মাতরম
যে নারীর হৃদয় খুঁড়ে ছিঁড়ে খায় ধর্ষক
আর দেশের নেতা মানবতা রাখে লুকিয়ে
আদর্শ সেখানে ছুটে ছুটে যায় বাইরে
স্বপ্ন কাঁদে চার দেওয়াল থেকে শূন্যে
স্বাধীনতা বিলাস কী তবে!
মনের ভেতর অস্থির এক উন্মাদ
যে পতাকা বিপ্লবীর রঙে সুন্দর
আজ দেখি সেই মুখোশের এক রক্ষিতা