পোস্টগুলি

আগস্ট ১৫, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কবি আমিনা তাবাসসুম এর কবিতা "স্বাধীনতা"

ছবি
স্বাধীনতা   আমিনা তাবাসসুম আমরা প্রতিদিন এগিয়ে চলেছি অন্ধকার থেকে আলোর উৎসে নাকি আলো থেকে অন্ধকারে জল খাবার অপরাধে যে শিশু মৃত্যুশয্যায় সে দলিত আমরা স্বাধীনতার 75তম বর্ষপূর্তি উৎসব উদযাপন করি ঠোঁটে এবং চোখের ইশারায় নিরাসক্ত অন্ধকার নয় উচ্চ মর্যাদা আমাদের শিরায় শিরায়  পেছনে পড়ে থাকে চাপ রক্ত, শহীদের বীরত্ব বুকে জড়িয়ে রাখি পতাকার ভেতর আগুন বুকের ভেতরে থাকে জাতিভেদের অস্পৃশ্যতা আমি ক্ষুধার্ত, তুমি গান গাও জয় হিন্দ আর বন্দে মাতরম যে নারীর হৃদয় খুঁড়ে ছিঁড়ে খায় ধর্ষক আর দেশের নেতা মানবতা রাখে লুকিয়ে আদর্শ সেখানে ছুটে ছুটে যায় বাইরে স্বপ্ন কাঁদে চার দেওয়াল থেকে শূন্যে স্বাধীনতা বিলাস কী তবে! মনের ভেতর অস্থির এক উন্মাদ যে পতাকা বিপ্লবীর রঙে সুন্দর আজ দেখি সেই মুখোশের এক রক্ষিতা

কবি মমতা রায় চৌধুরীর কবিতা " সূর্যমুখী ভোরের স্বাধীনতা"

ছবি
সূর্যমুখী ভোরের স্বাধীনতা মমতা রায় চৌধুরী আজ ৭৬ তম স্বাধীনতা দিবস কত মানুষের আশা আকাঙ্ক্ষার  শত বিপ্লবীর রক্তে রাঙানো  মহার্ঘ দিন।  দিকে দিকে তেরাঙ্গা পতাকা  আর বন্দে মাতরম ধ্বনিতে   সরগরম গোটা দেশ। তবুও  স্বাধীনতা অপ্রাপ্তির এক দুঃসহ যন্ত্রণা  রয়েছে   সমাজের প্রতিটি কোণে। নিরক্ষরতা, অশিক্ষা,,বেকারত্ব, পণপ্রথা যৌন নিগ্রহ , শিশুধর্ষণ ,নারী পাচার, সমাজে বাসা বাঁধছে নিরন্ত র। শিক্ষা স্বাস্থ্য নিয়েও   অসাধু ব্যবসা, হাজারো শিশুর স্বপ্ন কাড়ে রাজনৈতিক নেতা। তখনই প্রশ্ন ওঠে এ কেমন স্বাধীনতা? তবে কি.. স্বাধীনতা প্রাপ্তি রাত্রের সেই ক্ষত  এখন আরো  দগদগে। ধর্মান্ধতা, জাতিভেদ  , বিচ্ছিন্নতাবাদ ,অস্পৃশ্যতা  জাতির  আজও রন্ধে রন্ধ্রে।  স্বাধীনতার ছিয়াত্তর বছরে  এখনো  শিশু  খাটে চায়ের দোকানে। নয়তো  শিশু মনিবের বাড়িতে  মায়ের সঙ্গে ঝিয়ের কাজে। এ কোন বিষে আজ জর্জরিত দেশ? তাই , প্রশ্ন জাগে এই কি স্বাধীনতা? ছিয়াত্তর বছরে এই আমাদের প্রাপ্তি? এই স্বাধীনতাই কি চেয়েছিল  মৃত্যুঞ্জয়ী  বীর বিপ্লবী? এ প্রশ্ন সকলের কাছে। এ যন্ত্রনা সকলের যন্ত্রণা। এর থেকে কি তবে মুক্তি নেই? আছে… ছিয়াত্তর বছর স্বাধীনতা