পোস্টগুলি

জুন ১, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কবি গোলাম মোস্তফা এর কবিতা "যাব"

ছবি
যাব গোলাম মোস্তফা  যাব মানে যাবই  সামনের পথ যতই হোক বন্ধুর যাব মানে যাবই হোক বর্ষামুখর রাত কিম্বা প্রখর রোদ্দুর। যাব,  আটকানোর কেউ নেই আত্মীয় পরিজন বন্ধু সুজন যেতে নাহি দিব যতই হোক উচ্চারণ যেতেই হবে এটা অমোঘ চিরন্তন। যাব মানে ছেড়ে যাব  নেই কোন পথ ফেরার আসলেই যেমন কৈশোর ফিরতে পারে না শৈশবে বার্ধক্য পারে না ফিরতে যৌবনে কোন কৌশলেই। সামনে যাবার অমোঘ নীতি সবার জন্যই পৃথিবীর সব কিছুই ধ্বংস হবে  সময় ই বিলীন হবে সবার আগে প্রতিদিন ই আজ,  কাল অন্ধকার গহ্বরে নিমজ্জিত রবে। যাব মানে যাবই প্রতিরোধ প্রতিশোধে নেই কোন চুড়ান্ত লাভালাভ অন্তরে বিষের আধার বাইরে সুফি  সজ্জন  কেবলই করি কৃতঘ্নতা বাইরে সদ্ভাব। যাব মানে যেতেই হবে নিশ্চিত হোক যাবার সহজতা অঢেল সম্পদ না হোক,  না হোক অবিমৃষ্যকারীতা।  শুন্যের মাঝে হোক নিজের নিদান পিছনে থাকুক কান্নার রোল আর অবিমিশ্র অকৃত্রিম দোয়া কল্যান  আর পরহিতৈষী আমল যেন হয় সাথী  সম্পদের কানা কড়ি নাই হোক যাত্রা পথের বাধা অনসূয়া।  পুরাতনী কেউ নেই আর অবশেষ নতুনের জয়গান চলে বিশ্বময় শুন্যস্থান কখনো থাকে না শুন্য  মঙ্গলময়ের অভয় যেন সঙ্গে সঙ্গে রয়।