আমি
আমি তোকে ভালবাসি খুব !
আমি ছাড়া কেও নেই তার !
এই আমির অপূর্ব সুখ !
এ আমির জিত নয় হার !
আমি মানে বড় এলেবেলে !
আমি মানে সব ক্ষেত্রে গাধা !
আমি মানে মেয়ে নয় ছেলে !
এই আমিটা বড্ডো বোকা !
এখন সে আমি মানে সব !
আমিতেই গেল রাজ্য দেশ !
আমিতেই হোক কলরব !
অমিতেই বেঁচে আছি বেশ !
আমিরও আমিত্ব আছে !
আমি পারি আমি গড়ি সব !
আমি ওরা শব্দতে গেছে I
আমি মানে সব পর পর !