পোস্টগুলি

আগস্ট ১১, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ইকবাল বাহার সুহেল ( ইংল্যান্ড ) 

ছবি
  আমাদের “ হারাধন"    হারাধনের একটাই .. ধন  থাকলেই কি আর হারাইলেই কি   মায়ে কইতো   সাত রাজার ধন কামে আইবো   অখন মা মইরা গেছে  বউয়ে কয় বেখাইম্মা এইটা টাবাইয়া তন !  হারাধনের একটাই .. ধন  থাকলেই কি আর না থাকলেই কি  বাবা কইতো  মানিক আমার .. হেরে দেইখ্খা   কত পরীর ভাঙ্গবো মন  বাবা অখন মইরা গেছে ..  বউয়ে কয় থুতু দেই কপালে টাবাইয়া তন !   হারাধনে একটাই .. ধন  থাকলেই কি বা পইড়া গেলেই কি  পাশের বাড়ির মাইয়া কইতো  ছুঁইয়া দেহি করিয়া যতন মাইয়াটা ভাইগ্গা গেছে ..  বউয়ে কয় মুরদ নাই মরদ বেটা পাটাতন !

 মুন চক্রবর্তী

ছবি
  তুমিই মঙ্গল ধ্বনি  কবিগুরুর স্মরণে শ্রদ্ধার্ঘ কবিতা --  ঘুমিয়ে আছি ঘুমের সুখে জেগে আছ তুমি মানুষ হবার মন্ত্র নিয়ে সব আজ কর্পোরেট তুমি অন্তরের। গানে গল্পে কবিতার দানে জগত কে এনেছ হৃদয়ে আমরা হৃদয় বিহীন তার বিহীন তানপুরা। বাঁধতে চেয়ছ অপরিসীম সৃষ্টির লাবণ্য সুধায়। স্বার্থের গহীন অন্ধকারে দেখেছি আকাশ ছোঁয়া অট্টালিকা,আকাশ দেখি নাই। মুক্ত চেতনা রেখেছ বিশ্বের ঘরে, ঘরের মানুষ কে রাস্তায় ঠেলে তোমার গান ধরেছি অবুঝ সাজিয়া। আজ বাতাস নদী পাহাড় ঝরণা কেবল বেচা কেনা। তোমার সাজঘরে পরে আছে মানুষের মঙ্গল ধ্বনি পূজা প্রেম নিয়ে আছ মহর্ষি মুক্তির ঠিকানা রবীন্দ্রনাথ বাইশে শ্রাবণ স্মরণে, আশীস চাই মানুষ যেনো মানুষ হয় মৃত্যুর শেষ যাত্রায়।

শিবনাথ মণ্ডল

ছবি
  ম্যাজিক ছাড়ো পান বিড়ি সিগারেট  মদ গাঁজা আদি  পথিবীতে নেশায় বলি  পণ‍্য নিরবধি।  যাতে শরীর ক্ষয়  আর প্রাণহানি দুর্বল শরীর  মনে বহু দুঃখ মানি।  তাই বলি ভাইসব  ছাড় এই সব  অল্প বয়সে কেন  হতে যাবে শব।  মাদক দ্রব‍্য ছেড়ে  সুস্থ রাখ দেহ  সংসারে আনন্দ পাবে  সুস্থ রবে গৃহ।  যাবৎ জীবন যারা   মাদক না ছোঁবে  শিবনাথ এর কথা  তারা সুস্থ রবে তবে।।

সজিব আল হাসান 

ছবি
  ছোট প্রবন্ধ   আমাদের সবচেয়ে সুন্দরতম দিনগুলো আমরা ফেলে এসেছি অতীতে, আমাদের আনন্দময় মুহুর্তরা আটকে গেছে অনেক বছর আগে... জীবনটা তখন সহজ ছিল, হাসিমুখ আনন্দের ছিল, প্রাণবন্ত উচ্ছ্বলতার ছিল... সে এখন অন্য কারোর ....এটা জানার পরও তাকে অনেক ভালবাসি কারন তাকে ভালবাসা, তাকে মিস করা  আমার অভ্যাস হয়ে গেছে তবে তাকে কখনো ফিরে পেতে চাই না  কারন আমি চাই সে তার ভালবাসার মানুষকে নিয়ে সুখে থাকুক.... হ্যা ভালোবাসি। খুব ভালোবাসি। জানি তাকে পাওয়া হবে না। শুধুমাত্র কোনো মিরাক্কেল না হলে তাকে কখনোই নিজের করে পাওয়া হবে না। তবুও তার পাশে আছি। পাব না জেনেও তাকে খুব ভালোবাসি। কিন্তু দিন শেষে মেনে নিতে খুব কস্ট হয় যে যাকে এতটা ভালোবাসি তাকে কখনো পাব না। তবুও আমি তারই আছি। পাওয়ার সাথে ভালোবাসার কোনো সম্পর্ক আছে? তাকে পাবে কি পাবেনা এই হিসেব করে ভালোবাসা যায়? সম্ভব?  উহু সম্ভবইনা। ভালোবাসা ভুতের মত আর ভুতকে কখনো পাওয়ার আশা করতে নেই। আশা করা মানেই ওটা দেনা পাওনার হিসেবে উঠে যাবে। আমি মনে করি ভালোবাসার মানুষটাকে না পাওয়াই স্নেহ। শুরু মাত্র সেই মানুষটা জীবন থেকে চলে গেলেই বোঝা যায় তার প্রয়োজন টা কতটা গুরুত্বপূর্ণ