১১ আগস্ট ২০২১

ইকবাল বাহার সুহেল ( ইংল্যান্ড ) 


 


আমাদের “হারাধন"

 

 হারাধনের একটাই .. ধন 

থাকলেই কি আর হারাইলেই কি 

 মায়ে কইতো 

 সাত রাজার ধন কামে আইবো 

 অখন মা মইরা গেছে 

বউয়ে কয় বেখাইম্মা এইটা টাবাইয়া তন !


 হারাধনের একটাই .. ধন 

থাকলেই কি আর না থাকলেই কি

 বাবা কইতো 

মানিক আমার .. হেরে দেইখ্খা 

 কত পরীর ভাঙ্গবো মন 

বাবা অখন মইরা গেছে .. 

বউয়ে কয় থুতু দেই কপালে টাবাইয়া তন ! 


 হারাধনে একটাই .. ধন 

থাকলেই কি বা পইড়া গেলেই কি

 পাশের বাড়ির মাইয়া কইতো 

ছুঁইয়া দেহি করিয়া যতন মাইয়াটা ভাইগ্গা গেছে .. 

বউয়ে কয় মুরদ নাই মরদ বেটা পাটাতন !

 মুন চক্রবর্তী

 




তুমিই মঙ্গল ধ্বনি 

কবিগুরুর স্মরণে শ্রদ্ধার্ঘ কবিতা -- 

ঘুমিয়ে আছি ঘুমের সুখে জেগে আছ তুমি মানুষ হবার মন্ত্র নিয়ে সব আজ কর্পোরেট তুমি অন্তরের। গানে গল্পে কবিতার দানে জগত কে এনেছ হৃদয়ে আমরা হৃদয় বিহীন তার বিহীন তানপুরা। বাঁধতে চেয়ছ অপরিসীম সৃষ্টির লাবণ্য সুধায়। স্বার্থের গহীন অন্ধকারে দেখেছি আকাশ ছোঁয়া অট্টালিকা,আকাশ দেখি নাই। মুক্ত চেতনা রেখেছ বিশ্বের ঘরে, ঘরের মানুষ কে রাস্তায় ঠেলে তোমার গান ধরেছি অবুঝ সাজিয়া। আজ বাতাস নদী পাহাড় ঝরণা কেবল বেচা কেনা। তোমার সাজঘরে পরে আছে মানুষের মঙ্গল ধ্বনি পূজা প্রেম নিয়ে আছ মহর্ষি মুক্তির ঠিকানা রবীন্দ্রনাথ বাইশে শ্রাবণ স্মরণে, আশীস চাই মানুষ যেনো মানুষ হয় মৃত্যুর শেষ যাত্রায়।

শিবনাথ মণ্ডল

 



ম্যাজিক ছাড়ো


পান বিড়ি সিগারেট 

মদ গাঁজা আদি 

পথিবীতে নেশায় বলি 

পণ‍্য নিরবধি। 

যাতে শরীর ক্ষয় 

আর প্রাণহানি দুর্বল শরীর

 মনে বহু দুঃখ মানি। 

তাই বলি ভাইসব 

ছাড় এই সব 

অল্প বয়সে কেন 

হতে যাবে শব। 

মাদক দ্রব‍্য ছেড়ে 

সুস্থ রাখ দেহ 

সংসারে আনন্দ পাবে 

সুস্থ রবে গৃহ।

 যাবৎ জীবন যারা 

 মাদক না ছোঁবে 

শিবনাথ এর কথা

 তারা সুস্থ রবে তবে।।

সজিব আল হাসান 

 



ছোট প্রবন্ধ 


 আমাদের সবচেয়ে সুন্দরতম দিনগুলো আমরা ফেলে এসেছি অতীতে, আমাদের আনন্দময় মুহুর্তরা আটকে গেছে অনেক বছর আগে... জীবনটা তখন সহজ ছিল, হাসিমুখ আনন্দের ছিল, প্রাণবন্ত উচ্ছ্বলতার ছিল... সে এখন অন্য কারোর ....এটা জানার পরও তাকে অনেক ভালবাসি কারন তাকে ভালবাসা, তাকে মিস করা  আমার অভ্যাস হয়ে গেছে তবে তাকে কখনো ফিরে পেতে চাই না  কারন আমি চাই সে তার ভালবাসার মানুষকে নিয়ে সুখে থাকুক.... হ্যা ভালোবাসি। খুব ভালোবাসি। জানি তাকে পাওয়া হবে না। শুধুমাত্র কোনো মিরাক্কেল না হলে তাকে কখনোই নিজের করে পাওয়া হবে না। তবুও তার পাশে আছি। পাব না জেনেও তাকে খুব ভালোবাসি। কিন্তু দিন শেষে মেনে নিতে খুব কস্ট হয় যে যাকে এতটা ভালোবাসি তাকে কখনো পাব না। তবুও আমি তারই আছি। পাওয়ার সাথে ভালোবাসার কোনো সম্পর্ক আছে? তাকে পাবে কি পাবেনা এই হিসেব করে ভালোবাসা যায়? সম্ভব?  উহু সম্ভবইনা। ভালোবাসা ভুতের মত আর ভুতকে কখনো পাওয়ার আশা করতে নেই। আশা করা মানেই ওটা দেনা পাওনার হিসেবে উঠে যাবে। আমি মনে করি ভালোবাসার মানুষটাকে না পাওয়াই স্নেহ। শুরু মাত্র সেই মানুষটা জীবন থেকে চলে গেলেই বোঝা যায় তার প্রয়োজন টা কতটা গুরুত্বপূর্ণ ছিলো আর তাকে পাওয়া কোনো ভাবেই সম্ভব না। তবুও সে আমার অনুভবে হরহামেশা যাতায়াত করে সে আমার সাথে যা করেছে সেটা মেনে নেওয়ার মতো না। তবুও পরন্ত বেলায় তাঁকেই ভালোবাসি জীবনের  সবটা দিয়ে যাকে ভালোবাসি,যে আমার জন্য দুনিয়ার সবটা করতে পারতো আজ প্রায় সাড়ে ৪ বছর পরে যখন পারিবারিক আর বংশগত সমস্যার জন্য বলে আমি তার জীবনে কালো ছায়া,আমি মানুষটা সহ্য করার মতন না তখন এইসব প্রাপ্তি বা অসমাপ্ত জীবনের কাহীনি দেখলে নিশ্বাসটা মনে হয় বন্ধ হয়ে যায় প্রাপ্তির সপ্ন তো আমিও দেখেছি কত.... আর অসমাপ্ত জীবন তো এখন আমারো। অথচ বেচে আছি ২জনই! পরিবারের জোরাজুরি তে ভালবাসার মানুষ্টাকে হারিয়েছি বহুকাল আগেই।অসহায় ছিলাম তাদের কাছে তাই শতচেষ্টা করেও ধরে রাখতে পারিনি তাকে  আল্টিমেটলি বেইমান,স্বার্থপর হয়েই থেকে গেলাম তার চোখে। অনেক ঝড়-ঝাপটা-চোখের জলের বিসর্জন দিয়ে তাকে পেয়েছিলাম। কিন্তু ফ্যামিলির কথা চিন্তা করে শেষমেষ তার সাথে সম্পর্কটা ভেঙ্গে ফেলতে হয়, তার সাথে বুকের মাঝে হাজারো হাহাকার চেপে রেখে  তাকে ফিরিয়ে দিতে হয়! হ্যা, এভাবেই হাজারো ভালোবাসা চাপা পড়ে যায় পারিবারিক স্বার্থে। এখন শুধু কোলবালিসটা শুনতে পায় রাতের পর রাত জেগে দেয়া চাপা চিৎকার ও আর্তনাদ সত্যিকারের ভালবাসে এমন মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার,আর তা আামার ছিল। তার মধ্যে চলে আসল পরিবার ৪ বছরের সম্পর্ক তুলে দিছি অন্যের হাতে। কি করবো তাকে রেখে দেবার সাধ্য যে আমার নেই স্বার্থকতা শুধু এতটুকুই মানুষটা আগেও নিস্বার্থভাবে ভালবাসত আামায়,আজও বাসে চোখের সামনে নিজের ভালবাসার মানুষকে অন্যজনের হতে দেখেছি। তারপরও বলি ভালো থাকুক মানুষটা এতো ভালোবাসার গল্প, এতো পাওয়ার আকুলতা, এতো প্রেমিক, এতো প্রেমিকা তবুও বিচ্ছেদের গল্প কেনো চারিদিকে ? এতো প্রেমের মানুষ তাহলে ভালোবাসার গল্পগুলো কেনো পূর্ণতা পায় না? তাহলে কি সব ভালোবাসা ভুল খামে ভুল ঠিকানায় চলে যায়? নিজের হাতে প্রিয় মানুষটার কবর দিয়েছি। প্রিয় মানুষটাকে হারিয়ে দেখেছি হাজার লোকের ভিড়ে নিজেকে একা হতে। সবাই সবার প্রিয় মানুষটিকে হাজার প্রতিকুলতার মাঝে আগলে রাখুক। আমার মত ওয়াশরুমের ট্যাপ ছেড়ে বাড়ি ভর্তি লোক থেকে নিজেকে লুকিয়ে আর কেউ কান্না না করুক, এই আমার চাওয়া। সত্যি বলছি, নিজেকে অনেক অসহায় মনে হয়। নতুন কারো সাথে মানিয়ে না নেওয়ার ইচ্ছা হয়, যা নিজের সমাধি জীবন্ত থেকেও অনুভব করায়। আহা ভালোবাসার কি নির্মম পরিনতি ভাগ্য না থাকলে আসলেই ভালোবাসার মানুষটিকে সারাজীবনের জন্য পাওয়া যায়না যদিও আমার কাছে মনে হয় ভালোবাসলেই যে পেতে হবে সংসার করতে হবে এমনটা কথা নেই।ভালোবেসেই বলি ভালোবাসার মানুষটা আমার হোক বা নাহোক সমস্যা নেই তবে ভালোবাসাটা যেন ভালো থাকে সবসময়।