তুমিই মঙ্গল ধ্বনি
কবিগুরুর স্মরণে শ্রদ্ধার্ঘ কবিতা --
ঘুমিয়ে আছি ঘুমের সুখে জেগে আছ তুমি মানুষ হবার মন্ত্র নিয়ে সব আজ কর্পোরেট তুমি অন্তরের। গানে গল্পে কবিতার দানে জগত কে এনেছ হৃদয়ে আমরা হৃদয় বিহীন তার বিহীন তানপুরা। বাঁধতে চেয়ছ অপরিসীম সৃষ্টির লাবণ্য সুধায়। স্বার্থের গহীন অন্ধকারে দেখেছি আকাশ ছোঁয়া অট্টালিকা,আকাশ দেখি নাই। মুক্ত চেতনা রেখেছ বিশ্বের ঘরে, ঘরের মানুষ কে রাস্তায় ঠেলে তোমার গান ধরেছি অবুঝ সাজিয়া। আজ বাতাস নদী পাহাড় ঝরণা কেবল বেচা কেনা। তোমার সাজঘরে পরে আছে মানুষের মঙ্গল ধ্বনি পূজা প্রেম নিয়ে আছ মহর্ষি মুক্তির ঠিকানা রবীন্দ্রনাথ বাইশে শ্রাবণ স্মরণে, আশীস চাই মানুষ যেনো মানুষ হয় মৃত্যুর শেষ যাত্রায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much