১১ আগস্ট ২০২১

ইকবাল বাহার সুহেল ( ইংল্যান্ড ) 


 


আমাদের “হারাধন"

 

 হারাধনের একটাই .. ধন 

থাকলেই কি আর হারাইলেই কি 

 মায়ে কইতো 

 সাত রাজার ধন কামে আইবো 

 অখন মা মইরা গেছে 

বউয়ে কয় বেখাইম্মা এইটা টাবাইয়া তন !


 হারাধনের একটাই .. ধন 

থাকলেই কি আর না থাকলেই কি

 বাবা কইতো 

মানিক আমার .. হেরে দেইখ্খা 

 কত পরীর ভাঙ্গবো মন 

বাবা অখন মইরা গেছে .. 

বউয়ে কয় থুতু দেই কপালে টাবাইয়া তন ! 


 হারাধনে একটাই .. ধন 

থাকলেই কি বা পইড়া গেলেই কি

 পাশের বাড়ির মাইয়া কইতো 

ছুঁইয়া দেহি করিয়া যতন মাইয়াটা ভাইগ্গা গেছে .. 

বউয়ে কয় মুরদ নাই মরদ বেটা পাটাতন !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much