১১ আগস্ট ২০২১

শিবনাথ মণ্ডল

 



ম্যাজিক ছাড়ো


পান বিড়ি সিগারেট 

মদ গাঁজা আদি 

পথিবীতে নেশায় বলি 

পণ‍্য নিরবধি। 

যাতে শরীর ক্ষয় 

আর প্রাণহানি দুর্বল শরীর

 মনে বহু দুঃখ মানি। 

তাই বলি ভাইসব 

ছাড় এই সব 

অল্প বয়সে কেন 

হতে যাবে শব। 

মাদক দ্রব‍্য ছেড়ে 

সুস্থ রাখ দেহ 

সংসারে আনন্দ পাবে 

সুস্থ রবে গৃহ।

 যাবৎ জীবন যারা 

 মাদক না ছোঁবে 

শিবনাথ এর কথা

 তারা সুস্থ রবে তবে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much