পোস্টগুলি

এপ্রিল ২০, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মমতা রায়চৌধুরীর ধারাবাহিক উপন্যাস পর্ব ১৫৭

ছবি
উপন্যাস  টানাপোড়েন ১৫৭ ওয়ার্কশপে রেখার নাম মমতা রায়চৌধুরী মনের ভেতরে একটা কেমন গোপন যন্ত্রণা কুরে কুরে খাচ্ছিল রেখা ভেবে পাচ্ছিল না আসলে সেই যন্ত্রণাটা কি ? আসলে কিছু কিছু যন্ত্রণা থাকে যেগুলো বোধের অতীত, শুধু নস্টালজিক হয়ে ফিরে আসে, ভাবায় কষ্ট দেয় ,কখনও বা সেই যন্ত্রণাগুলো সুখের স্বর্ণালী স্মৃতি হয়ে ফিরে আসে। বড়দি ফোন করেছিল অনিন্দিতা ওর বাচ্চাটাকে নিয়ে খুব মানসিক কষ্টে আছে। কথাটা শুনে রেখার ভেতরে কেমন যেন একটা কষ্টের বোধগুলো দানা বেঁধে উঠেছে অথচ অনেক দিন অকারণে রেখার সাথে কত মনে দাগা দিয়ে কথা বলেছে। আজকে সে সব কষ্ট মনেই হচ্ছে না।  মনে হচ্ছে  এখানে একজন মায়ের কষ্ট অনেক বেশি।শুধু  একজন মা তার সন্তানকে ভালো দেখে তার যে মানসিক শান্তি হয়, সেই শান্তিটুকু ফিরে পাব অনন্দিতা। ঈশ্বর করুন ওর বাচ্চার যেন সব স্বাভাবিক থাকে ,ভালো থাকে, সমাজের উপযোগী হয়ে ওঠে।  এসব ভাবতে ভাবতেই হঠাৎ মনে হল' স্বপ্নীল কেমন আছে কে জানে? কার থেকেই বা খবর পাবে?' এত ভাবনা চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, ঘুম কিছুতেই আসতে চাইছে না ।অথচ কখন যে একসময় ঘুমিয়ে পরেছে বুঝতেও পারেনি।  ঘুম ভাঙ্গলো  অ্যালার্

শামীমা আহমেদ এর ধারাবাহিক উপন্যাস পর্ব ৯৪ 

ছবি
ধারাবাহিক উপন্যাস  শায়লা শিহাব কথন  অলিখিত শর্ত (পর্ব ৯৪) শামীমা আহমেদ  আজ সন্ধ্যার পর থেকেই রুহি খালা শায়লার মায়ের পাশে আছেন। শায়লার মায়ের দেখভাল করছেন। কানাডার বিষয়টি নিয়ে  শায়লার মায়ের কাছে তিনি যেমন লজ্জিত হয়েছেন তেমনি নোমান বাবাজির কান্ডে ভীষণ মর্মাহতও হয়েছেন। এমনটি বুঝাতে তিনি শায়লার মায়ের আশেপাশে ক্ষমার্হ আবেদনে ঘুরঘুর করছেন। এমন একটা বয়সে মেয়ের বিয়ে নিয়ে এমন কেলেংকারী তাও লোকজন আত্মীয়স্বজনের সামনে, কি জানি এতটা ধাক্কা তিনি সামাল দিতে পারবেন কিনা ?এসব ভেবেই রুহি খালা নিজের অপরাধবোধে নিজেই তাই অনুশোচনায় দগ্ধ হচ্ছেন। তবে শায়লা পারতপক্ষে রুহি খালার সামনে পড়ছে না।তাকে এড়িয়েই চলছে। যদিও এহেন ঘটনা তাকে দারুনভাবে বাঁচিয়ে দিয়েছে। তাইতো শিহাবকে আপন করে পাওয়ার স্বপ্নে সে বিভোর রয়েছে। যদিও  শিহাবের নীরবতায় তা অনিশ্চয়তার  মধ্যেই রয়েছে। শায়লা নিজের ঘরে বিছানায় শুয়ে মোবাইলে  একদৃষ্টে শিহাবের ছবিটির দিকে তাকিয়ে রইল। কখন কোন অজান্তে তার চোখ জলে ভরে উঠলো। তার মনে নানান প্রশ্ননের উদয় হচ্ছে। কেন শিহাব আজ সারাদিন এতটা নীরব হয়ে আছে ? কানাডার বিষয়টি হয়তো তাকে অনেক উৎকন্ঠায় ফেলেছে। কিন্তু তাকে সবকিছু

কবি কংকা চৌধুরী গুপ্তা এর কবিতা "ভালোবাসার কবিতা"

ছবি
ভালোবাসার কবিতা কংকা চৌধুরী গুপ্তা ( ইংল্যান্ড )  আমি, তোমার কাছে একটু  ভালোবাসা গচ্ছিত রেখেছিলাম।  আর তুমি দিয়েছো  আমাকে বেঁচে থাকার জন্য প্রেরণা। আমি , তোমার কাছে ভরসা করে  এক মুঠো বিশ্বাস জমা রেখেছিলাম। তাইতো আমি বিশ্বস্ত হয়েছি। আর তুমি হয়েছো আদর্শ। আমি, তোমার কাছে কিছু অভিমান লুকিয়ে রেখেছিলাম। আর তুমি অনুযোগ না করে পুঞ্জীভূত অভিমান সরিয়ে   বাড়িয়েছো ভালোবাসার হাত। আমি , কিছু কান্না জমা রেখেছিলাম। কিন্তু তুমি কান্না সরিয়ে  আমাকে অনন্ত সুখ দিয়েছো। কান্না চেপে নিরবে হৃদয়ে। আমি , অনেক খানি সুখ  তোমায় দেব বলে যতনে রেখেছিলাম। কিন্তু তুমি আমার সুখেই  সুখি হয়ে দিয়েছো মহত্ত্বের পরিচয়।  

কবি তাহের আহমেদ লস্কর এর কবিতা "বৃথা স্বপ্ন "

ছবি
বৃথা স্বপ্ন  তাহের আহমেদ লস্কর  উড়ি স্বপ্নের শহরে    ভর করে স্বপ্ন ডানা, কে দেবে আমারে  স্বপ্নপুরের ঠিকানা ? স্বপ্নে লাগে প্রেমবাতাস    স্বপ্নে হৃদয় হয় শীতল,  স্বপ্ন মম কষ্টের আকাশ    স্বপ্ন যোগায় বুদ্ধি বল ।  স্বপ্নের ঘোড়া স্বপ্নে চড়ি   স্বপ্নে গড়ি তাজমহল,   স্বপ্নে বৃথা প্রেমে পড়ি   স্বপ্নে পুড়ায় প্রেমানল ।  স্বপ্নভোরে রঙিন ফুলে   গাঁথি স্বপ্নের মালা,  স্বপ্নে মম হৃদয় জ্বলে  স্বপ্ন দেয় জ্বালা ।