ভালোবাসার কবিতা
কংকা চৌধুরী গুপ্তা
( ইংল্যান্ড )
আমি, তোমার কাছে একটু
ভালোবাসা গচ্ছিত রেখেছিলাম।
আর তুমি দিয়েছো
আমাকে বেঁচে থাকার জন্য প্রেরণা।
আমি , তোমার কাছে ভরসা করে
এক মুঠো বিশ্বাস জমা রেখেছিলাম।
তাইতো আমি বিশ্বস্ত হয়েছি।
আর তুমি হয়েছো আদর্শ।
আমি, তোমার কাছে কিছু অভিমান লুকিয়ে রেখেছিলাম।
আর তুমি অনুযোগ না করে
পুঞ্জীভূত অভিমান সরিয়ে
বাড়িয়েছো ভালোবাসার হাত।
আমি , কিছু কান্না জমা রেখেছিলাম।
কিন্তু তুমি কান্না সরিয়ে
আমাকে অনন্ত সুখ দিয়েছো।
কান্না চেপে নিরবে হৃদয়ে।
আমি , অনেক খানি সুখ
তোমায় দেব বলে যতনে রেখেছিলাম।
কিন্তু তুমি আমার সুখেই
সুখি হয়ে দিয়েছো মহত্ত্বের পরিচয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much