পোস্টগুলি

মে ৩১, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মমতা রায়চৌধুরীর ধারাবাহিক উপন্যাস পর্ব ১৭৫

ছবি
উপন্যাস  টানাপোড়েন    ১৭৫ হঠাৎ মেঘ মমতা রায়চৌধুরী এক টুকরো হাসি মেঘ সরাতে পারে, এক টুকরো খুশিই মনের অলিন্দে চাঁদ উঠাতে পারে। আজকের ব্যস্ত দিনে সেই এক টুকরো হাসি যেন মেঘলা বাতাসে উড়িয়ে নিয়ে যায় দূর বহুদূর। মাসি কাজ করে চলে যাবার পর নচিকেতার গানটা শুনছে"যার কথা ভাসে ,মেঘলা বাতাসে তবুও সে দূরে তা মানি না । জানি না । জানি না । কেন তা জানি না দূরে দূরে মেঘ যাচ্ছে পুড়ে মন মিললো স্মৃতি দু'ডানায়….,।,," রেখার মনও এই মেঘলা দিনে জীবন পারের ওপারেতে যে ধুলো জমে আছে ,এক পশলা বৃষ্টির পরে সে যেন হারিয়ে যাওয়া স্মৃতিগুলো সঞ্চয় করতে থাকে। স্মৃতিরা যখন ভিড় করে আসে ধীর পায়, শুকনো পাতার ওপর যেন কারও নুপুরের আওয়াজ শুনতে পায় ।যখন ভাবছে যার উষ্ণ আঁচে এখনো সেই ভালোবাসা বেঁচে আছে অথচ সেই মানুষটাই ধরাছোঁয়ার বাইরে। এমন সময় মনোজ ডেকে উঠলো "রেখা, রেখা রেখা রেখা আ. আ. আ'।' হঠাৎ চিৎকারে রেখার স্মৃতিগুলো যেন কোথায় হারিয়ে যায়। সম্বিৎ ফিরে পায়। রেখার ড্রয়িং রুম থেকেই সাড়া দেয় 'কি হয়েছে?' "দেখো এসে কি হয়েছে?" রেখা তাড়াতাড়ি মনোজের  ঘরে ঢোকে। মনোজের দিক

কবি মধুমিতা বসু এর কবিতা "আমার কোনও ঘর নেই l"

ছবি
আমার কোনও ঘর নেই  মধুমিতা বসু সরকার থিতু হওয়া হোল না এখনো, যাকে আমি ঘর বলে জানি, সে ত আমার একার নয়, এসেছিলে তুমি,, বলেছিলে এটাকেই বসত বাটী ভাবো, যতদুর যেতে চাও, আমিও তোমার সাথে যাব। এরপর জীবন বীক্ষন শেষে, বয়োবৃদ্ধ হৃদয়, যতটুকু দৃষ্টিপাত করি, কোথাও দেখিনা তোমায়, পাশে আছ, হয়ত বা দীর্ঘশ্বাস হয়ে, গভীর রাতে স্পর্শ করো ভালো, মন্দ বোধ, কিছু খুচরো অভিমান, ক্ষতের  প্রশমন, আমার থিতু হওয়া হোলনা তেমন।

কবি মহিউদ্দিন আহমেদ এর কবিতা"মধুসূধন"

ছবি
মধুসূধন (চতুর্দশপদী) মহিউদ্দিন আহমেদ                  পুণ্য ভূমি সাগর দাঁড়ি কপোতাক্ষ স্নেহের নীড়, উদিত হলো নতুন সূর্য নতুন রাগের আভা, বৈকুণ্ঠের মাঠ বুনে চলে অদ্ভুত ছন্দের ভীড়, অভিনব আগামীর পথে দুর্দান্ত প্রণয় লাভা । শতাব্দীর প্রাচীর ভেঙ্গে গড়লে নতুন পয়ার, অমৃতাক্ষর সুধায় ভরে গাঁথলে নতুন ধারা, প্রজাপতি পাখায় এঁকে নতুন রঙের জোয়ার, বুনন মাঠে ছড়িয়ে দিলে দ্বীপ্ত আগামীর তারা । পুরোনো পশরা ঠেলে মেখে নিলে বিশ্ব কাব্য ধারা, হাজার মাইল দূরে থেকে জননী মাটির ঘ্রাণ, মহা-কাব্য গগনে দিলে ঢেলে মাতৃভাষার তারা, মাতৃভূমি মাতৃভাষার অঞ্জলি বিকশিত প্রাণ । প্রতি বর্ণে ছন্দে বিকিরণ দেয় দৃপ্ত গুপ্তধন, অমিয় ধারা বুকে তোমার অক্ষয় মধুসূধন ।

কবি মিলন ইমদাদুল এর কবিতা "বিশ্বাস"

ছবি
বিশ্বাস মিলন ইমদাদুল তোমার প্রতি আমার বিশ্বাস ততোটাই আছে– যতোটা আছে ঐ ভোরের পাখিদের কাছে… তুমি পাড় ভেঙে চলে যাও দূরে,বহুদূরে পাখিরা দূর আকাশে উড়ে যায় পাখা মেলে! এরপর দিনের ক্লান্তি শেষে সন্ধ্যায়–  ফিরে আসে পাখিরা আপন নীড়ে, জীবনের খেরোপাতায় লেখা থাকে অমর স্মৃতি! তুমি শুধু আসো না ফিরে আমার হৃদমন্দিরে প্রতীক্ষায় বেলা বয়ে যায় সময়ে অসময়ে...