পোস্টগুলি

মার্চ ১২, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মমতা রায়চৌধুরীর ধারাবাহিক উপন্যাস পর্ব ১৩১

ছবি
উপন্যাস  টানাপোড়েন ১৩১ হৃদয় জুড়ে মমতা রায়চৌধুরী রেখা আজ সকাল সকাল উঠে পড়েছে। না উঠে উপায়ও ছিল না আজ যদি শুধুমাত্র মনোজ,রেখার সংসার হতো তাহলে আরেকটু শুয়ে থাকলে কোন অসুবিধা হতো না কিন্তু সেটা তো হবার উপায় নেই ।বাড়িতে শাশুড়ি মা ,ননদ এসেছেন ।উনাদের যত্নআত্তি তো করতে হবে । অন্যদিকে স্কুলে যেতে হবে। কিছু রান্না তো করতেই হবে। সকালবেলা প্রাতঃক্রিয়া সেরে নিয়ে ঠাকুরঘরে গোপালকে তুলে ,ভোগ চাপিয়ে রান্নাঘরে যায় চা করতে। রেখার আওয়াজ পেয়ে মিলির বাচ্চাগুলো উঠে পড়েছে। ওদেরকে কতগুলো বিস্কিট খাইয়ে আসলো রেখা। তারপর প্রত্যেকের ঘরে চা দিয়ে আসলো। অন্যদিকে জল খাবার রেডি করার জন্য ফ্রিজ থেকে আটা,ময়দা  বের করে রুটি ও পরোটা ভাগে ভাগে  রেখে  দিল ।এর মধ্যে জয় গনেশ, জয় গনেশ, জয় গনেশ দেবা। কলিং বেলের আওয়াজ।রেখা রান্নাঘরে বেশিনে হাত ধুয়ে আঁচলে হাত মুছতে মুছতে বলল  'যাই ,যাই ,যাই।' ' আর ভাবলো নির্ঘাত মাসি এসেছে।' দরজা খুলে দেখল সত্যি সত্যি মাসি এসেছে। 'ও বৌমা রান্নাঘরে প্রেসার কুকারের সিটির আওয়াজ হচ্ছে ।কত সকালে উঠেছ গো?' রেখা একগাল হাসলো তারপর বললো  'মাসি এসো কাজ

কবি গোলাম কবিরের কবিতা

ছবি
কতোটা আলোকবর্ষ পরে গোলাম কবির       কি এক গহীন আঁধার নেমে এলো    পৃথিবীর বুকে, দেখি মানুষের মতোই মুখ   অথচ হৃদয় যেনো তাদের ঘৃণিত বরাহ!   প্রতিটা রাত অপেক্ষা করি নরম সূর্যোদয়   দেখবো বলে অথচ দেখি প্রগাঢ় অন্ধকারে      ম্লান নিভু নিভু দিনান্তে সূর্য ঢেকে গেছে      মানুষের অসহায়তায়, গভীর লজ্জায়    চাঁদও যেনো উজ্জ্বলতা হারিয়ে গিয়ে    ঘন কালো মেঘে ঢেকে গেছে!     তারপর সারাটা দিন কেটে যায়    মূল্যবোধের গণকবরে সারিবদ্ধ মানুষের   লাশ টেনে নিয়ে শেয়াল কুকুরের মচ্ছবে    খাবি খাচ্ছি মানবিকতার পচে যাওয়া    গলিত লাশের ওপর শকুনির ভয়াল নৃত্য   দেখে দেখে। বিষাদের প্রগাঢ় অন্ধকারে    আবার মুষড়ে পড়ি ভীষণ!    এভাবে আর কতোদূর যাবে সভ্যতা!    দেশে দেশে অনর্থক যুদ্ধ যুদ্ধ খেলা,      সম্পদের অসম বন্টন, লুটপাট এবং   বোধের শূন্যতা ঘুঁচে গিয়ে    কতোটা আলোকবর্ষ পরে     আবার ফিরে আসবে মানবতা!

কবি সুপর্ণা চ‍্যাটার্জ্জীর কবিতা

ছবি
জীবনের রঙ সুপর্ণা চ‍্যাটার্জ্জী আকাশের রঙ নীল, তবে ঘাসের রঙ সবুজ, মনের সাথে কোথায় মনের মিল অভিমানে তা যে বড় অবুঝ।  ভোরের আকাশে রোজ সূর্য উঠা দেখি, তাই ইচ্ছে করে প্রিয়জনকে জানাতে সুপ্রভাত।  কারো কাছে বিরক্তিকর হলেও আবার কারো কাছে  ঔষধির সমান।   মানুষ চেনাই বড় দায়, সরল বন্ধুত্ত্বের অর্থ বোঝা না যায়। তাদের মনের রঙে নিজেকে রাঙাতে যাওয়া বৃথা। হয়তো কোনা গোপন রঙে  সে রাঙিয়েছে তার মাথা। তাই আকাশের রঙ নীল  জীবনের রঙ অন্ধ ভালোবাসা।