জীবনের রঙ
সুপর্ণা চ্যাটার্জ্জী
আকাশের রঙ নীল,
তবে ঘাসের রঙ সবুজ,
মনের সাথে কোথায় মনের মিল
অভিমানে তা যে বড় অবুঝ।
ভোরের আকাশে রোজ সূর্য উঠা দেখি,
তাই ইচ্ছে করে প্রিয়জনকে জানাতে সুপ্রভাত।
কারো কাছে বিরক্তিকর হলেও
আবার কারো কাছে ঔষধির সমান।
মানুষ চেনাই বড় দায়,
সরল বন্ধুত্ত্বের অর্থ বোঝা না যায়।
তাদের মনের রঙে নিজেকে রাঙাতে যাওয়া বৃথা।
হয়তো কোনা গোপন রঙে
সে রাঙিয়েছে তার মাথা।
তাই আকাশের রঙ নীল
জীবনের রঙ অন্ধ ভালোবাসা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much