১৩ জানুয়ারী ২০২১

ছবি ধর

 



ইন্ডাস্ট্রিয়ালাইজেশন

 

ঘুম ঘুম বন 

মাঝে পাহাড় নামছে 

সাথে তির তির সুগা ঝর্না। 

বনফুলে ভরা চারপাশ ।

তিতলির গুঞ্জন মনে করিয়ে দেয় ফাগুন কথা ।

প্রকৃতি বজায় রেখেছে  নিজ অব্যয়।

নইলে স্বার্থান্বেষী মানুষ তো 

ভুলতে বসেছে  সংস্কৃতি।

সারণ্ডার জঙ্গলের  কিছু পরেই কোয়েল নদী 

  সে যেনো --- 

 নীল আঁচল বিছিয়ে কোন এক মোহময়ী নারীর এগিয়ে চলা ।

 ঘন ঘন শ্বাস 

 কাঠুরে কাঠ কেটে চলে 

 মজুরী দেয় চোরা শিকারি।

ওরা আদিবাসী জনজাতি 

ভাতের অভাব  -- 

ওরা  জানেনা 

 ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ।

ভবেশ বসু


তুপড়ি খোল 



লোকে ফুলের গন্ধ নেয়,আমি নিচ্ছি বারুদের
তোমরা জানই না,আমার উঠান জুড়ে বাগান নানা রকম বারুদ
এখান হতেই বারুদ রপ্তানি হয়,বিয়ে বাড়ি থেকে শশ্মান
কেউ সিংহাসন সাজাতে চাইলে কনট্রাস্ট নিই,বাসর জুড়ে আমি
পুরানো যুগ শেষ,ফুল বসন্ত এসব রীতিনীতি অস্ত সূর্যের মতো
এখন থেকে ফুল রাতে ফুটবে,টগর রজনী গাঁদা  গোলাপও
এবং সব ফুলের রঙ এক,আগুনে দিলে রামধনুর ছটা
এই সভ্যতার মস্ত আবিষ্কার শরীরের প্রিয়তর রঙ বেরঙ ফাঁস। 

তোমরা হাঁ করে দেখছ কি,এই বারুদই যায় ফুল দানীতে
ঘর সাজবে পূজা মণ্ডব, পাড়ার ক্লাবগুলি কোনদিন যা পাইনি
আজ স্বগে'র চাঁদ হাতের মুঠোয়
এই তো সেদিন জোয়ান লোকটার গলায় পরানো হল
মেঘ খণ্ড করাও যাবে এই ভালোবাসার অতিথি দিয়ে
এটি আধুনিক চরিত্রের নতুন চাষ,ঘর বাড়ি কৃষক শ্রমিক
এমন কি তরুণ প্রজন্মও মাথায় গুঁজে এই সাধাসিধে প্রেম
প্রথম প্রেমিকের নাম মনে নেই,নেপা ভোলারাই এখন বিশ্বকর্মা
আমদানি রপ্তানি ব্যবসায় পটু
অর্থের লোভে আমার সামান্য জমিতেও এমন অন্তহীন ফুল।

নারীর শরীর নরম তলতলে,তার ঠোঁটও হেমন্তের মতো স্বতন্ত্র
সেই প্রথম মানুষ,স্নিগ্ধ আঁধারেও যে বারুদের গন্ধ পায় এবং আলো নেই বলে চেঁচিয়ে উঠে
তুপড়ি খোল হতে এখন সশব্দে আসছে মানুষের হাড় খুলি
বোঝা যায় ভবিষ্যত সন্তানদের আর একটি কুরুক্ষেত্র তৈরী।