স্বরচিত কবিতা পাঠে কবি রেবেকা সুলতানা ( রেবা )
তুমিই শুধু বুঝলে না
তোমার মুছকি হাসির মাঝে লুকিয়ে
থাকা দুষ্টুমির ভাষা আমি বুঝি।
তোমার গোম্ভিরতার মাঝে লুকিয়ে
থাকা অভিমানের ভাষা আমি পড়তে পারি।
তোমার মিথ্যে ভালো থাকার পিছনে
কষ্টের ব্যাথাগুলো অল্পতেই যে বুঝে ফেলি।
তোমার হেঁটে যাওয়ার পায়ের শব্দে
আমি তোমায় চিনতে পারি যে!
সেলফোনের ওপাসে কেমন আছো তুমি
বুঝতে আমার একটুও দেরি হয় না রে।
চোখ বুঝলেই তোমার বদন খানি
আঁকতে পারি নিমেষেই
শুধু পারিনা ছুঁতে তোমায়।
হৃদয়ের ভাজে ভাজে তোমার নামে
বৃষ্টি ঝরে অঝর ধারায়
তাই তো এতো কিছু বুঝতে পারি।
শুধু তুমিই বুঝলে না আমায়
নিরব শব্দের ব্যথার পাহাড়
শহর জুড়ে আছে আমার
বুকের বাঁ পাসের যন্ত্রনার খবর
কেউ রাখেনা এখন আর।