অভিমানী আষাঢ়
আষাঢ়ের আকাশে আজ কালো মেঘের ঘনঘটা
এমনও দিনে পড়ছে মনে পুরনো দিনের সব কথা।
যে পাতা ঝড়ে গেছে
সে আর জুড়বে না কোন ডালে
কিছু কিছু কথা আজও আছে মনের অন্তরালে।
ব্যাথাগুলো সাজিয়েছি অভিমানী মন জুড়ে।
মাঝদুপুরে হঠাৎ যখন সন্ধ্যা নেমে আসে
আকাশ কালো করে আসা নাছোড়বান্দা মেঘে
হঠাৎ করে তুমুল বেগে পাগল-করা বৃষ্টি শুরু হয়।
তোমার কি মনে পড়ে,
আমাদের কথা ছিল সেই বৃষ্টিতে ভিজে নিজেদের ছেলেবেলায় ফিরে যাবার।
এমন দিনেই কথা দিয়েছিলাম
একে অপরকে শহর ঘুরে দেখার।
বাইরে এখন বইছে ঝড়ো হাওয়া
তোমার কি মনে পড়ে,
আমরা কথা দিয়েছিলাম,
আমরা নিজেদের জীবনের
ছোট বড় ঝগড়া গুলো ভুলে
বৃষ্টির প্রতিটি ফোঁটায়
আবার নিজেদের ফিরিয়ে নিয়ে যাবো
সেই পুরনো দিনে আর
বন্ধ করে দেবো জানালা গুলো
যাতে ঝড়ো হাওয়া আর তছনছ করতে না পারে।
তারপর বৃষ্টির দুপুরে তুমি আমি পাশাপাশি বসে
তোমার আঙুলে আঙুল পেচিয়ে
নানা রঙের স্বপ্ন বুনবো।
তুমি কি ভুলে গেছো সে সব দিনের কথা
যদি আবার কোনদিনও এমন কোন দিনে দেখা হয়
কোন পথের বাঁকে
সেদিন কালো মেঘের মতো থমকে যেওনা
আকাশ তাহলে আর বৃষ্টি ধরে রাখতে পারবে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much