পোস্টগুলি

এপ্রিল ১৭, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কবি শেখ রাসেল এর কবিতা "নারীই তুমি"

ছবি
নারীই তুমি  শেখ রাসেল   নারীই তুমি গড়তে পারো ভাঙ্গতে পারো জানি, উদার হলে পাহাড় সমান রুষ্ঠে নাগিন মানি। নারীই তুমি কল্যাণে সব স্বভাব গুণে ভালো, পুরুষ কাঁদে জন্য তোমার  রাত্রি হলেই কালো। নারীই তুমি রূপ সরসী হাজার কত গুণ, নিন্দা ঘুণে ধরলে দিবে তিক্ত কথার নুন। নারীই তুমি চাইলে পারো  করতে সবি আলো, মিথ্যা মোহের দেমাগ নিয়ে হওনা কেন ভালো ? নারীই তুমি বিষাদ ভরা কয় পুরুষে কতো, বদলে ফেলো মানুষ কেন পোশাক পরার মতো ? নারীই তুমি বৃক্ষ মায়ার বাঁধলে সুখের ঘর, কোন ছলনায় সত্ত্বা ভুলেই করলে আপন পর ? নারীই তুমি মা ভগিনী  সম্মানে হই নত, রূপ ধুয়ে নাও তুলশী জলে ময়লা আছে যত ?

শামীমা আহমেদ  এর ধারাবাহিক উপন্যাস পর্ব ৯২

ছবি
ধারাবাহিক উপন্যাস  শায়লা শিহাব কথন  অলিখিত শর্ত ( পর্ব ৯২) শামীমা আহমেদ   এক অনিশ্চয়তার বাতাবরনে মোড়ানো শিহাব, শায়লাকে পাওয়া না পাওয়ার দোলাচলে বাইক নিয়ে এগিয়ে চলছে। কেবলমাত্র রাস্তার দুপাশের নিয়ন বাতিকে লক্ষ্য করে বাইক ছুটে চলছে। তার কাছে চারপাশের আর সব কিছু অদৃশ্যমান হয়ে আছে। ট্রাফিক সিগন্যালের বাতিগুলো মাঝে মাঝে চলার গতিতে ছেদ ঘটাচ্ছে। রাত বাড়ছে।পথে যানজট তীব্র হচ্ছে।সবারই গন্তব্যে ফেরার তাড়া। কারো জন্য ঘর,ঘরের মানুষজন উন্মুক্ত হয়ে অপেক্ষায় কেউবা নিদির্ষট সময়ের মধ্যে মালামাল পৌঁছে দেয়ার প্রতিজ্ঞাবদ্ধে যানবাহনে গতি বাড়িয়ে দেয়া। শিহাব জানেনা কার উদ্দেশ্যে তার ছুটে চলা,সে জানেনা তার ভবিতব্য। এই রাতের শহরে কেবল শায়লার জন্য হৃদয়ে ভালবাসা সম্বল করে একটা স্বপ্নের বাস্তবায়নে উর্ধ্বশ্বাসে এগিয়ে যাওয়া। শিহাব বুঝতে পারছে শায়লাকে তার পরিবারের সন্মান রাখতে তার ইচ্ছার বিরুদ্ধে সব করতে হচ্ছে। তবুও শিহাবের কোথায় যেন শায়লার প্রতি একটা ভরসা। তার বিশ্বাস, শায়লা তাকে ছাড়া আর কাউকে গ্রহন করবে না। কিন্তু কিভাবে শায়লা নিজেকে এর থেকে বের করে আনবে। আজ সকালে শায়লার চোখের ভাষায় বিনা প্রশ্নে সে   শিহাবের কাছে চ

কবি লুৎফুর রহমান চৌধুরী কবিতা "পহেলা বৈশাখ"

ছবি
পহেলা বৈশাখ  লুৎফুর রহমান চৌধুরী ( ইংল্যান্ড )  পথের বাঁকে বসেছে মেলা চলো সবাই যাই আগের মতো মেলায় এখন আনন্দ যে নাই। হেঁটে হেঁটে দেখছি মেলা খুঁজছি তোমায় আমি তোমার সাথে দেখা হলে কিনবো চুড়ি দামী। লাল শাড়ির কথা তুমি যেওনা ওগো ভুলে মেলায় কিনে  দিয়েছিলাম তোমার হাতে তুলে। বৈশাখ এলেই মনে পড়ে অতীতের স্মৃতি গুলো দিনে দিনে সবকিছু হয়ে যাচ্ছে এলোমেলো। শাখা বরাক নদীর কথা ভীষণ মনে পড়ে, বৈশাখ এলে ইলিশ খেতে ছুটে আসতে ঘরে। খাতা পাতায় লিখতে তারিখ  ভুলে যেতাম আমি সবসময় পহেলা বৈশাখ মনে, করিয়ে দিতে তুমি।