পোস্টগুলি

নভেম্বর ২০, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মোঃ সেলিম মিয়া'র ছোট গল্প"স্বপ্ন প্রদীপ ও রঙিন বাসর"

ছবি
স্বপ্ন প্রদীপ ও রঙিন  বাস র                                                                    ☕চায়ের কাপে চুমুক দিতেই নিজের অজান্তে  ঠোঁটের ভিতর থেকে চক চকে সাদা দাঁত বেড়িয়ে এক চিলতে হাসি পেলো ঠিক  বুঝতেই পারলাম না ।  কি আর করার?  মুখ চেপে মুচকি হাসি অর্থাৎ শব্দ বিহিন হাসি হাসবার চেষ্টা করছি মাত্র।  চায়ের পেয়েলায় গরম চা সাজিয়ে বিবি সাহেবান কখন যে পাশে দাঁড়িয়ে প্রহর গুনছিলেন  ঠিক ঠাহর করতে পারছিলাম না।  কি ব্যপার জামাই বাবু?  খুব বেশি  ফুরে ফুরে মনে হচ্ছে?  ভাবতাব কি?  মুখ চেপে ফিক ফিক করে হাসছো কেন?  মতলবটা কি?  এক সাথে এতো প্রশ্ন কোনটির জবাব দিবো?  আরে গিন্নি  এখন যে বয়স প্রায়  পঞ্চাশের কোঠায় - কাজেই  মতলবের কি আছে?  সন্দেহ করার মতো কোন ঘটনা নাই।  তয় একা একা ফিক ফিক করে হাসছো কেন?  আর বলোনা গিন্নি শেষ রাত্রে কি যে এক স্বপ্ন দেখেছি তা  স্মৃতি চারণ করে এখন ফিক ফিক করে হাসি পাচ্ছে।  তাতে আমার কি দোষ বলো?  এতো কথা বলার ফাঁকে চায়ের কাপে মাত্র একবার  চুমুক পড়েছে।  চায়ের স্বাদ অনেকটাই শরবতের মতো মনে হচ্ছে।  হবেনা কেন?  এক কাপ চা' খেতে যদি আধো ঘন্টা কাল ক্ষেপন করতে হয় তাহলে চায়ের স্বাদ ক

মমতা রায়চৌধুরী'র ধারাবাহিক উপন্যাস "টানাপোড়েন"৪৮

ছবি
এ কান্ত মনেই লিখে চলেছেন লেখক ।  তার নিত্যদিনের  আসা  যাওয়া ঘটনার কিছু স্মৃতি কিছু কল্পনার মোচড়ে লিখছেন ধারাবাহিক উপন্যাস " টানাপোড়েন   " ।  "টানাপোড়েন" ৪৮ অনুভবে                                                           গা ড়িতে চেপে যখন আদিবাসী অধ্যুষিত এলাকা অতিক্রম করল তখন মনোজ  সঞ্জুকে বলল ' সঞ্জু কেমন লাগলো?' সঞ্জয় বললো ' ভালোই তো দাদা।' মনোজ বলল 'গ্রামের মানুষ খুব আন্তরিকতা সম্পন্ন হয়।' সঞ্জয় বললো' একদম ঠিক। এর মধ্যে কোন ভেজাল নেই।' মনোজ বলল  ' অনেক রাত হবে গো সঞ্জু।' সঞ্জু বলল  'আর কি করা যাবে ।বৌদির ভেতরে একটা টানাপোড়েন ছিল আসবে কি আসবে না? যাক থেকে গেল। ভালোই লাগবে।' মনোজ বলল  'হ্যাঁ ।ও তো কোথাও যায় না ।মা -বাবা মারা যাবার পর তো, পুরো একাকী হয়ে গেছে। তবুও এই কাকা- কাকিমা ভীষণ ভালোবাসেন ,।থাক দুদিন কি বল সঞ্জু?' এরমধ্যে মনোজের ফোনে ফোন বেজে উঠল। মনোজ চমকে উঠলো 'এখন আবার কার ফোন?' মনোজ ইচ্ছে করেই ফোন ধরল না এবং তাকিয়ে ও দেখল না নম্বরটা ।আবার ফোন বেজে উঠলো। এবার  ফোনটার দিকে তাকিয়ে দেখল

h;lpi;

LOVE

gjklj

LOVE

fj,

LOVE

krfyi,

LOVE

dutjtj

LOVE

jtdtsu

LOVE

yjutd

LOVE

hsyt

LOVE