পোস্টগুলি

মে ৮, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কবি মমতা রায়চৌধুরী এর কবিতা "ফিরে এসো রবি ঠাকুর"

ছবি
রবি ঠাকুরের জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য ফিরে এসো রবি ঠাকুর মমতা রায়চৌধুরী আজ আবার পঁচিশে  বৈশাখ, তোমার জন্মদিন রবি ঠাকুর।  জন্মদিনে কত আয়োজন তবুও  মনে হয় সব বৃথা। প্রশ্ন জাগে কেন? কেন নয় বলো? শৈশবেই  ভারতকে চিনেছি  তোমার কবিতার ভাষায় "নানা ভাষা, নানা মত নানা পরিধান। বিবিধের মাঝে দেখ  মিলন মহান।" অথচ আজ তাকিয়ে দেখো মহান ভারতবর্ষের দিকে লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। অবাক হচ্ছ? তবে শোনো- এখন এ দেশ , আমরা ওরার কাঁটাতারের বেড়ায় ক্ষতবিক্ষত রক্তাক্ত। ধর্মের নামে ধ্বংসের চলছে তান্ডব লীলা। শুধু কি তাই?  আজও নিরক্ষরতা ,কুসংস্কার বেঁধেছে বাসা সমাজের অনেক অনেক গভীরে। আজও তোমার নিরুপমার  রেহাই মেলে নি পণপ্রথার শাপে। এখন মানুষ হয়েছে পশু তাই শৈশবেই শিশু ধর্ষণে পৈশাচিক জান্তব মগ্ন উল্লাসে। চারিদিকে শুধু দুঃসহ  পীড়ন অত্যাচার খেলা। কন্ঠ আজ বাকরুদ্ধ আমরা হয়েছি দিকভ্রষ্ট। আজ পশ্চিমেও মেঘ   মেতেছে যুদ্ধ লীলায়। মুক্তির পথ অন্বেষণ করি তাই তোমাকে স্মরণ করি  চেতনায় ঋদ্ধ হব বলে, আজ আবার পঁচিশে বৈশাখে । সেই মানবিকতার দৃপ্ত বাণী ধ্বনিত করো রন্ধ্রে রন্ধ্রে। আমরা ওরার কাঁটাতারের  বেড়া ভেঙে নতুন দিশ