ব্রাত্য
দলা পাকানো আবেগগুলি,
এদিক ওদিক পরে আছে ছড়িয়ে।
ঠিক যেন পরন্ত শীতের ,
শুকনো ঝরা পাতা।
বহুকাল হয় রঙ লাগেনি ওতে।
কোনো এক বৃষ্টির সন্ধ্যায়,
ঝলসে গেছিল গোটা শরীর,
বিদ্যুতের ঝলকানিতে।
হঠাৎ ঝড়ে উপড়ে গেছিল শিকড়,
খসে পড়েছিল মনমাঝির রঙীন মুখোশটা।
ছেঁড়া পালটাকে ভাসিয়ে নিয়ে গেছিল
বহুদূর সেদিন, স্রোতের তীব্র টানটা।
ঋতু বদলের হাত ধরে ,
পাল্টেছে শহর, বদলে গেছে সব রঙীন গল্প।
পুরোনো অনুভূতিরা লুটায় অবহেলায়,
ওরা আজ ব্রাত্য।