তবুও তুমি ভালো থেকো
সেই ছেলেটা ততোদিনি খুব ভালো ছিলো যতো দিন তুমি শব্দ টা তার সাথে মিলেমিশে ছিলোনা।
চুপি সারে এলো জানান দিয়ে চলে গেলো
ক্যানো এলো ক্যানো গেলো আজও জানা হলো না।
চলে গেলো ঠিকি তবে দিয়ে গেলো ব্যাথা বুকের ব্যাথা মুখে বলা কি এতো সোজা?গভীর রাতে দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙ্গার কারন সে কোন দিন জানলোনা।
তবুও তুমি ভালো থেকো।
তোমাকে ধরে রাখার ক্ষমতা আমার নেই
কিন্তু ভালোবাসার ক্ষমতা তো আমার আছে।
চলে যাচ্ছ যাও আমার ভালোবাসার সীমানা পেরিয়ে
মনে রেখো এমন একজন কে তুমি পিছে ফেলে সামনে এগোলে সে তোমাকে অনেক ভালোবাসে এখনো মোনাজাতে রাখে তার ভালোবাসা হয়তো তখন তোমার খুব প্রয়োজন ছিলো এখন হয়তো আর নেই।
রাতে যদি ঘুম না আসে
বেলকুনির জানালা খুলে রেখো
ঝিরিঝিরি বাতাসে ঘুম আসবে
দেখে নিও ঠিকি।
খুব যদি একা লাগে গান শুনো
মন ভালো হবে দেখে নিও।
তবুও তুমি ভালো থেকো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much