বরষের তালপাতায় লেখা
শ্রীমতী খনার কথামালা
বরষের তালপাতায় লেখা
সভাসদগন বলেছেন অশ্বত্থগাছের ছায়ায়-----
ক্লান্তিহীন খনা তাকিয়ে আছেন
সংশয় ভরা আকাশের দিকে
আজ তার প্রবচন পরীক্ষার দিন।
উদ্দাম ঝড়ো বাতাসে খনা কাঁদলো,
দীর্ঘ বিরহের পর!
মেঘ কমারী ঝরালো বাণী ও প্রকরণের
অশ্রুবিন্দু!
খনার জটবাঁধা ধূসর কেশে
বৃষ্টির ফোটা ফোটা স্বর্ণকণা,
চোখে মুখে মুক্তির অভিমান এবং
প্রাপ্তির প্রচ্ছায়া।
খনা এখন দুরন্ত প্রকৃতিবালা
তার পেছনে ছুটছে
সভাসদরা-----
পালালো অন্ধকারে......
খনা আজও মূর্তিমতী।
সাঁতার জানে না নদী
পলাতক পাখির পালকে কুয়াশা ভরে নিলে
উড়ে যায় দিগন্তের চিল
নিশি স্রোতে ভেসে যায়
দীর্ঘ সব মাতাল দেবদারু।
দূর বনগ্রামে
ময়ূরের ডাকে জমা হয় মেঘ
প্রতিটি বৃষ্টির পর পরিত্যক্ত জলে
পিঁপড়ের আশ্রম ভেঙে
গাঢ় হয় রাত
জাহাজ ডুবির পরে জেগে থাকে
শুধু ঝিঁঝিঁর সাম্রাজ্য
জলডাকা রাতে
সাঁতার জানে না নদী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much