কষ্ট
কথায় বলে "কষ্ট না করলে কেষ্ট মেলে না"। আবার এও বলা হয়ে থাকে "কষ্টের পরে আরাম আসে, দুঃখের পরে সুখ" কিংবা "মেঘ দেখে তুই করিসনা ভয়-আড়ালে তোর সূর্য হাসে" ইত্যাদি।
মানুষের জীবনে নানা ধরনের কষ্ট থাকে। কারো জীবনে হয়ত টাকার কষ্ট নাও থাকতে পারে কিন্তু এমন মনঃকষ্ট আছে যে তা তার সারা জীবনের উপার্জিত টাকা পয়সার বদলেও সেই কষ্ট নিবারণ করা কোনভাবেই সম্ভব নয়।
আবার কষ্ট না ক'রলে কি "সুখ লাভ হয় কি শুধু মহীতে"? কষ্টে ধৈর্য্য ধরা উত্তম ও বুদ্ধিমানের কাজ। সৃষ্টিকর্তা, আল্লাহপাকও সেই রকম নির্দেশই দিয়েছেন। কখনও নিরাশ হওয়া উচিত হবে না।
আশা করি কষ্ট কি, মানুষ কেন কষ্ট পায় ও জগতে কত ধরনের কষ্টে মানুষ কষ্ট পেয়ে থাকে সেই তপসারা গাঁঙে ছুঁড়ে দিয়ে জলে ভাসিয়ে দেই আজ ঠিক এ মুহূর্ত থেকেই।
জগতের সব মানুষ সুখে থাক; এমনকি পরম শত্রুও থাক সদা দুধে-ভাতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much